পুরনিগমের সপ্তমতমবোর্ড মিটিংয়ে দার্জিলিং মেল ট্রেন নিয়ে মোশন জমা করলেন ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী। দার্জিলিং মেল ট্রেনকে যাতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সরিয়ে না নেওয়া হয় তার দাবি জানিয়ে বিস্তারিত আকারে লিখিতভাবে এই মোশন জমা দেন তিনি। তাতে সহমত জানান ডেপুটি মেয়র রঞ্জন সরকার।বোর্ড মিটিংয়ে এই আবেদন গ্রহণ করা হয়।
এবিষয়ে মেয়র গৌতম দেব বলেন,দার্জিলিং মেল ট্রেনের আলাদা ঐতিহ্য আছে। এই ট্রেনকে নিউ জলপাইগুড়ির পরিবর্তে হলদিবাড়ি থেকে চালু করলে সাধারণ মানুষ সহ পর্যটক সকলের সমস্যা হবে। এই ট্রেনকে এখান থেকে না সরিয়ে হলদিবাড়ি থেকে দুটির পরিবর্তে চারটে বগি দিয়ে চালানো যেত। কিংবা নতুন কোনো সুপার স্পেশালিটি ট্রেন চালু করা যেত।এই বিষয় নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মেয়র গৌতম দেব।
আরও পড়ুন – নিজের মেয়ে নাতনির ওপরে এসিড ছুড়ে মারলো নিজেরই মা বাবা সঙ্গে বাদ গেল না নিজেদের নাতনও
উল্লেখ্য, পুরনিগমের সপ্তমতমবোর্ড মিটিংয়ে দার্জিলিং মেল ট্রেন নিয়ে মোশন জমা করলেন ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রশান্ত চক্রবর্তী। দার্জিলিং মেল ট্রেনকে যাতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সরিয়ে না নেওয়া হয় তার দাবি জানিয়ে বিস্তারিত আকারে লিখিতভাবে এই মোশন জমা দেন তিনি।তাতে সহমত জানান ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
বোর্ড মিটিংয়ে এই আবেদন গ্রহণ করা হয়।এবিষয়ে মেয়র গৌতম দেব বলেন,দার্জিলিং মেল ট্রেনের আলাদা ঐতিহ্য আছে। এই ট্রেনকে নিউ জলপাইগুড়ির পরিবর্তে হলদিবাড়ি থেকে চালু করলে সাধারণ মানুষ সহ পর্যটক সকলের সমস্যা হবে। এই ট্রেনকে এখান থেকে না সরিয়ে হলদিবাড়ি থেকে দুটির পরিবর্তে চারটে বগি দিয়ে চালানো যেত। কিংবা নতুন কোনো সুপার স্পেশালিটি ট্রেন চালু করা যেত। এই বিষয় নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মেয়র গৌতম দেব।