হুগলীর তারকেশ্বরে ৬৫ বছরের পুরনো অন্নকূট মহোতসব। হুগলী জেলার তারকেশ্বরের ঐতিহ্যবাহী অন্নকূট মহোৎসব এবছর ৬৫ তম বর্ষের পদার্পণ করলো। শৈবতীর্থ তারকেশ্বরে ভোলে বাবার মন্দির এর পাশাপাশি মন্দির সংলগ্ন মন্দির পাড়া হরিসভা রাধাকৃষ্ণ মন্দিরের অন্নকূট মহোৎসব খুবই বিখ্যাত।
প্রতি বছর অন্নকূট মহোৎসব দেখতে প্রচুর মানুষ তারকেশ্বরে আসে,এই অন্নকূট মহোৎসব এর বৈশিষ্ট্য মন্দিরে ভাত,বোদে এবং লুচি দিয়ে তিনটি ঠাকুর তৈরি হয়,এর পাশাপাশি ঠাকুরের ভোগের জন্য ১০৮ রকমের ভাজা এবং ৫১ রকমের তরকারি দিয়ে ঠাকুরের পুজো হয়।
আর ও পড়ুন এবার দীপাবলিতে প্রায় ৫০ হাজার কোটি টাকার ধাক্কা খেল চীন
এই অন্নকুট মহোতসব কমিটির তরফে আমাবস্যা কেটে গিয়ে প্রতিপদ পড়ার সঙ্গে সঙ্গে অন্নকূট মহোৎসবের পুজো শুরু হয় এবং পুজো শেষ হয়ে গেলে ওই দিনই ভোগ বিতরণ করে দেওয়া হয়,এবছরও করোণা বিধি মেনে ভোগ খাওয়ানো এবং বহুত ভোগ বিতরণ করা হবে।
উল্লেখ্য, হুগলীর তারকেশ্বরে ৬৫ বছরের পুরনো অন্নকূট মহোতসব। হুগলী জেলার তারকেশ্বরের ঐতিহ্যবাহী অন্নকূট মহোৎসব এবছর ৬৫ তম বর্ষের পদার্পণ করলো। শৈবতীর্থ তারকেশ্বরে ভোলে বাবার মন্দির এর পাশাপাশি মন্দির সংলগ্ন মন্দির পাড়া হরিসভা রাধাকৃষ্ণ মন্দিরের অন্নকূট মহোৎসব খুবই বিখ্যাত।
প্রতি বছর অন্নকূট মহোৎসব দেখতে প্রচুর মানুষ তারকেশ্বরে আসে,এই অন্নকূট মহোৎসব এর বৈশিষ্ট্য মন্দিরে ভাত,বোদে এবং লুচি দিয়ে তিনটি ঠাকুর তৈরি হয়,এর পাশাপাশি ঠাকুরের ভোগের জন্য ১০৮ রকমের ভাজা এবং ৫১ রকমের তরকারি দিয়ে ঠাকুরের পুজো হয়।
এই অন্নকুট মহোতসব কমিটির তরফে আমাবস্যা কেটে গিয়ে প্রতিপদ পড়ার সঙ্গে সঙ্গে অন্নকূট মহোৎসবের পুজো শুরু হয় এবং পুজো শেষ হয়ে গেলে ওই দিনই ভোগ বিতরণ করে দেওয়া হয়,এবছরও করোণা বিধি মেনে ভোগ খাওয়ানো এবং বহুত ভোগ বিতরণ করা হবে।
এই অন্নকুট মহোতসব কমিটির তরফে আমাবস্যা কেটে গিয়ে প্রতিপদ পড়ার সঙ্গে সঙ্গে অন্নকূট মহোৎসবের পুজো শুরু হয় এবং পুজো শেষ হয়ে গেলে ওই দিনই ভোগ বিতরণ করে দেওয়া হয়,এবছরও করোণা বিধি মেনে ভোগ খাওয়ানো এবং বহুত ভোগ বিতরণ করা হবে। প্রতি বছর অন্নকূট মহোৎসব দেখতে প্রচুর মানুষ তারকেশ্বরে আসে,এই অন্নকূট মহোৎসব এর বৈশিষ্ট্য মন্দিরে ভাত,বোদে এবং লুচি দিয়ে তিনটি ঠাকুর তৈরি হয়,এর পাশাপাশি ঠাকুরের ভোগের জন্য ১০৮ রকমের ভাজা এবং ৫১ রকমের তরকারি দিয়ে ঠাকুরের পুজো হয়।