কলকাতা ও হাওড়ায় পুরভোট কবে হতে পারে? জেনে নিন । সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই হতে চলেছে পুরভোট। কলকাতা এবং হাওড়া পুরসভায় আগামী ১৯ ডিসেম্বর হতে পারে পুর নির্বাচন। সূত্রের খবর, নবান্নের প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের তরফে নবান্নে চিঠিও পাঠানো হয়েছে। ১৯ ডিসেম্বর ভোট হলে ভোটগণনা হতে পারে ২২ ডিসেম্বর।
রাজ্যে একশোরও বেশি পুরসভার ভোট বাকি। প্রথম পর্যায়ে দুই পুরসভার ভোট হতে চলেছে। এরপর ধাপে ধাপে বাকি পুরসভারও ভোট হবে। এর আগেই মমতা বন্বদ্লেযোপাধ্ছিযায় বলেছিলেন, উপনির্বাচনের পর বাকি থাকা নির্বাচনের দিকে হাঁটবে রাজ্য। সেই মতোই উপনির্বাচনের পর পুরভোট করাতে তৎপর রাজ্য।
আর ও পড়ুন গন্ডারের হামলায় জলদাপাড়ায় মৃত্যু হলো এক জনের
১৯ ডিসেম্বর ভোট হলে হাতে আর মাত্র বাকি দেড় মাস। যদিও তাতে কোনও অসুবিধা হবে না বলেই জানাচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে সবুজ সংকেত মেলায় মনে করা হচ্ছে ১৯ ডিসেম্বরই ভোট হতে চলেছে। এখন শুধু অপেক্ষা বিজ্ঞপ্তি জারির। মনে করা হচ্ছে, কালীপুজোর পরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে।
উল্লেখ্য, সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই হতে চলেছে পুরভোট। কলকাতা এবং হাওড়া পুরসভায় আগামী ১৯ ডিসেম্বর হতে পারে পুর নির্বাচন। সূত্রের খবর, নবান্নের প্রস্তাবে সম্মতি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কমিশনের তরফে নবান্নে চিঠিও পাঠানো হয়েছে। ১৯ ডিসেম্বর ভোট হলে ভোটগণনা হতে পারে ২২ ডিসেম্বর। রাজ্যে একশোরও বেশি পুরসভার ভোট বাকি।
প্রথম পর্যায়ে দুই পুরসভার ভোট হতে চলেছে। এরপর ধাপে ধাপে বাকি পুরসভারও ভোট হবে। এর আগেই মমতা বন্বদ্লেযোপাধ্ছিযায় বলেছিলেন, উপনির্বাচনের পর বাকি থাকা নির্বাচনের দিকে হাঁটবে রাজ্য। সেই মতোই উপনির্বাচনের পর পুরভোট করাতে তৎপর রাজ্য। ১৯ ডিসেম্বর ভোট হলে হাতে আর মাত্র বাকি দেড় মাস। যদিও তাতে কোনও অসুবিধা হবে না বলেই জানাচ্ছে নির্বাচন কমিশন।
কমিশনের তরফে সবুজ সংকেত মেলায় মনে করা হচ্ছে ১৯ ডিসেম্বরই ভোট হতে চলেছে। এখন শুধু অপেক্ষা বিজ্ঞপ্তি জারির। মনে করা হচ্ছে, কালীপুজোর পরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে কলকাতা ও হাওড়ার পুরভোট নিয়ে।