নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৮ মার্চ, পুরভোটের আগেই বহরমপুরে তৃণমূল কর্মী খুন।মঙ্গলবার গভীর রাতে তৃণমূল কর্মী চিরঞ্জিত চক্রবর্তী-কে গুলি করে খুন করা হয়।বহরমপুর পুরসভার অস্থায়ী কর্মী ছিলেন তিনি।রাতে মোটরসাইকেল করে বাড়ি ফেরার সময় দুজন দুষ্কৃতী প্রথমে গাড়ি আটকায় তাঁর।সেসময় চিরঞ্জিতের সঙ্গে আরও একজন সঙ্গী ছিলেন।গাড়ি আটকানোর পর চিরঞ্জিত-কে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা।ঘটনাস্থলেই মারা যায় চিরঞ্জিত চক্রবর্তী।ঘটনার কিছুক্ষন পরই তাঁর দেহ বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বহরমপুর কে এন কলেজ এর কাছে তার বাড়ি। বাড়িতে রয়েছেন স্ত্রী ও বছর পাঁচেকের ছেলে। স্বামীর মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন স্ত্রী শর্মিষ্ঠা। তাঁর অভিযোগ, রাজনৈতিক কারণেই তাঁর স্বামীকে গুলি করে খুন করা হয়েছে। বাড়িতে কোনো অশান্তি ছিল না। খুনের ঘটনায় বহরমপুর থানার পুলিশ ইতিমধ্যেই একজনকে আটক করেছে। এই খুনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা বহরমপুরে।পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে।