পুরভোট মামলায় নয়া মোড়, অনিশ্চিত ১৯ ডিসেম্বরের পুরভোট। পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের প্রস্তাব মতোই ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট আয়োজনের ব্যাপারে সম্মতিপত্র পাঠানো হয়েছিল পুর ও নগরোন্নয়ন দফতরে।১২ নভেম্বর পুরভোট নিয়ে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। এ ব্যাপারে কলকাতা ও হাওড়ার নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছিলেন কমিশন।
তবে এবার অনিশ্চিত হয়ে গেল ১৯ ডিসেম্বরের পুরভোট। এখনই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে না রাজ্য নির্বাচন কমিশন। মামলার শুনানি চলাকালীন কোনও বিজ্ঞপ্তি জারি করবেন না তারা। ভোট নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আজ আদালতে এমনটাই জানালেন কমিশনের আইনজীবী। যারফলে অনিশ্চিত হয়ে পড়ল ১৯ ডিসেম্বরের কলকাতা ও হাওড়ার পুরভোট। পাশাপাশি এদিন রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন কী ভাবছে, সে বিষয়েই হলফনামা তলব করেছে হাইকোর্ট।
আগামী বুধবার পরবর্তী শুনানি। শুনানি পর্বে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ কমিশনের কাছে রাজ্যের সব পুরসভায় একসঙ্গে ভোট না করার কারণ জানতে চান। যার জবাবেই কমিশনের আইনজীবী আদালতকে স্পষ্ট জানান যে, এখনই ভোটের কোনও বিজ্ঞপ্তি জারি হচ্ছে না। মামলা চলাকালীন কোনও বিজ্ঞপ্তি জারি করা হবে না।
আর ও পড়ুন শিলিগুড়িতে কংগ্রেসেই ভরসা বামেদের, কেন?
উল্লেখ্য, ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ার পুরভোটের দিনক্ষণ মোটের উপর স্থির হয়েগিয়েছিল। কিন্তু বেঁকে বসে বিজেপি। কেন রাজ্যের সব পুরসভায় একসঙ্গে ভোট হচ্ছে না? প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। এই মর্মে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্য়ায়। যার শুনানি ছিল আজ।
উল্লেখ্য, পুরভোট মামলায় নয়া মোড়, অনিশ্চিত ১৯ ডিসেম্বরের পুরভোট। পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজ্যের প্রস্তাবে সম্মতি দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের প্রস্তাব মতোই ১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট আয়োজনের ব্যাপারে সম্মতিপত্র পাঠানো হয়েছিল পুর ও নগরোন্নয়ন দফতরে।১২ নভেম্বর পুরভোট নিয়ে বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। এ ব্যাপারে কলকাতা ও হাওড়ার নির্বাচনী আধিকারিকদের চিঠি দিয়েছিলেন কমিশন। তবে এবার অনিশ্চিত হয়ে গেল ১৯ ডিসেম্বরের পুরভোট। এখনই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে না রাজ্য নির্বাচন কমিশন।
মামলার শুনানি চলাকালীন কোনও বিজ্ঞপ্তি জারি করবেন না তারা। ভোট নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আজ আদালতে এমনটাই জানালেন কমিশনের আইনজীবী। যারফলে অনিশ্চিত হয়ে পড়ল ১৯ ডিসেম্বরের কলকাতা ও হাওড়ার পুরভোট। পাশাপাশি এদিন রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন কী ভাবছে, সে বিষয়েই হলফনামা তলব করেছে হাইকোর্ট।