রাজ‍্যের একাধিক পুরসভায় বোর্ড গঠন

রাজ‍্যের একাধিক পুরসভায় বোর্ড গঠন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রাজ‍্যের একাধিক পুরসভায় বোর্ড গঠন হলো বুধবার। পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কারা হচ্ছেন সেই তালিকা আগেই ঘোষণা করে দেয়া হয়েছিল বিভিন্ন জেলা নেতৃত্বে পক্ষ থেকে সেই মোতাবেক এদিন শপথ গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান একইসঙ্গে শপথ গ্রহণ করেন কাউন্সিলররাও। রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে আগামী দিনে যাতে পুরসভা গুলিকে আরো ভালোভাবে চালানো যায় উন্নয়নের ধারাকে যাতে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানসহ তৃণমূল কাউন্সিলররা।

বারুইপুর, রাজপুর-সোনারপুর,জয়নগর-মজিলপুরে

শতাব্দী প্রাচীন বারুইপুর পুরসভায় চতুর্থবারের জন্য চেয়ারম্যান পদে শপথ নিলেন শক্তি রায় চৌধুরী। ১৭ নম্বর ওয়ার্ড থেকে তিনি জয়ী হয়েছেন ৪৮২ ভোটে। পাশাপাশি, ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ১২ নম্বর ওয়ার্ড থেকে জয়ী গৌতম দাস। ১৭জন পুরপিতা-মাতাই এদিন শপথ পাঠ করেন। পুরপিতা-মাতাদের শপথ বাক্য পাঠ করান বারুইপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট রাখী পাল। শপথ নিয়ে চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী বলেন, জলনিকাশি সমস্যায় আগে জোর দেবো। ১৫২ বছরের পুরসভা জয়নগর-মজিলপুর পুরসভায় পুরপিতা হিসেবে শপথ হলেও ভাইস চেয়ারম্যান পদে রথীন মণ্ডলের শপথ হয়নি। যদিও চেয়ারম্যান হিসেবে শপথ নেন একদা প্রশাসক সুকুমার হালদার। এদিন জয়নগরের টাউন হলে শপথ গ্রহন অনুষ্ঠান হয়। রাজপুর সোনারপুর পুরসভাতেই ভাইস চেয়ারম্যান পদে মোফারজেল হোসেন শপথ গ্রহন হয়নি। কিন্তু পুরপিতা হিসেবে তিনি শপথ নিয়েছেন। আবার চেয়ারম্যান চিকিৎসক পল্লব দাসও শপথ নিয়েছেন চেয়ারম্যান পদে। জানা গিয়েছে, প্রশাসনিক অসুবিধার জন্য এদিন হয়নি।

আর ও পড়ুন    তপন কান্দু খুনের ঘটনায় খুনির স্কেচ প্রকাশ করলো পুলিশ

উলুবেড়িয়া

পুরসভা পরিচালনার অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে উলুবেড়িয়া পুরসভার বিদায়ী চেয়ারম্যান অভয় দাসের উপরেই আগামী ৫ বছর পুরসভা চালানোর দায়িত্ব তুলে দিল তৃণমূল নেতৃত্ব। আজ উলুবেড়িয়া পুরসভার ৩২ জন নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পুরসভার কনফারেন্স হলে। যদিও শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে দলীয় কাউন্সিলরদের নিয়ে এদিন বৈঠকে বসেন জেলা নেতৃত্ব। পুরসভার তৃণমূলের জয়ী ২৮ জন কাউন্সিলরের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, সাংসদ সাজদা আহমেদ, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক অরুনাভ সেন, বিধায়ক সুকান্ত পাল, বিধায়ক গুলশান মল্লিক, বিধায়ক প্রিয়া পাল, বিধায়ক বিদেশ বসু , হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ বন্দোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিন দলীয় কাউন্সিলরদের সামনে মন্ত্রী পুলক রায় রাজ্য নেতৃত্বের পাঠানো মুখ বন্ধ করা খাম খুলে পুরসভার চেয়ারম্যান হিসেবে অভয় দাস এবং ভাইস-চেয়ারম্যান হিসেবে সেখ ইনামুরের নাম ঘোষণা করেন। দলের সমস্ত কাউন্সিলর হাত তুলে দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top