পুরীতে নয়, রথ দেখতে আসুন বেলঘরিয়ায় আহ্বান বিধায়ক মদন মিত্র। বেলঘড়িয়া রথ তলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির কমিটির সহযোগিতায় ও রথতলা পরিষেবা ও ফ্রেন্ডস অফ সোসাইটির উদ্যোগে বহু প্রতীক্ষিত 30 ফুট উচ্চতা বিশিষ্ট তিনটি সুবিশাল রথ রাজপথে নামার অপেক্ষায়। 5 ই জুন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ দৈত্যাপতি এখানকার রথ তৈরীর কাজকর্ম ও মন্দির চত্বর পরিদর্শনে এসেছিলেন।
যাত্রার দিন তিনটি রথ বিটি রোডের ওপর ক্ষুদিরাম নার্সিংহোমের সামনে থেকে যাত্রা শুরু করে বেলঘড়িয়া ক্ষুদিরাম মাঠ পর্যন্ত যাবে। এই রথযাত্রা কে ঘিরে প্রশাসনিক দিক থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরালো করা হয়েছে। প্রসঙ্গত,কিছুদিন আগেই পানিহাটি দন্ড মহোৎসব এর টাটকা স্মৃতি এখনো সাধারন মানুষের মধ্যে জেগে আছে। কামারহাটির বিধায়ক মদন মিত্র রথ পরিদর্শনে এসে বলেন, রথযাত্রা পরিক্রমায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য প্রশাসনের সমস্ত নির্দেশ মানা হবে।
পাশাপাশি রথযাত্রা অংশগ্রহণকারীদের সচেতন থাকতে হবে। সাধারণের উদ্দেশ্যে তার বার্তা মাস্ক পড়ে রথ যাত্রায় অংশগ্রহণ করুন। রথ উৎসবের দিন সকলের উদ্দেশ্যে তার আহবান অন্য যেকোনো দিন পুরীতে যান। রথের দিন বেলঘরিয়ায় আসুন। মন্দির কমিটির সম্পাদক সোমনাথ রায় চৌধুরী জানান রথ উৎসবের দিন কমিটির পক্ষ থেকে 50,000 হাজার মাস্কের ব্যবস্থা থাকছে অনুষ্ঠান প্রাঙ্গণে।
আরও পড়ুন – শুভেন্দু অধিকারী কে গ্রেপ্তারের দাবিতে দাঁতনের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে মিছিল
উল্লেখ্য, বেলঘড়িয়া রথ তলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির কমিটির সহযোগিতায় ও রথতলা পরিষেবা ও ফ্রেন্ডস অফ সোসাইটির উদ্যোগে বহু প্রতীক্ষিত 30 ফুট উচ্চতা বিশিষ্ট তিনটি সুবিশাল রথ রাজপথে নামার অপেক্ষায়। 5 ই জুন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ দৈত্যাপতি এখানকার রথ তৈরীর কাজকর্ম ও মন্দির চত্বর পরিদর্শনে এসেছিলেন
যাত্রার দিন তিনটি রথ বিটি রোডের ওপর ক্ষুদিরাম নার্সিংহোমের সামনে থেকে যাত্রা শুরু করে বেলঘড়িয়া ক্ষুদিরাম মাঠ পর্যন্ত যাবে। এই রথযাত্রা কে ঘিরে প্রশাসনিক দিক থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরালো করা হয়েছে। প্রসঙ্গত,কিছুদিন আগেই পানিহাটি দন্ড মহোৎসব এর টাটকা স্মৃতি এখনো সাধারন মানুষের মধ্যে জেগে আছে। কামারহাটির বিধায়ক মদন মিত্র রথ পরিদর্শনে এসে বলেন, রথযাত্রা পরিক্রমায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তার জন্য প্রশাসনের সমস্ত নির্দেশ মানা হবে।