পুরুলিয়ায় অবৈধ পাথর খাদানের বিরুদ্ধে আন্দোলনে আদিবাসীরা। পুরুলিয়া জেলার বরাবাজার থানা এলাকায় বেআইনী পাথর খাদান নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। ওই এলাকার আদিবাসী সমাজের মানুষদের অভিযোগ, তাদের বাপ ঠাকুরদার জমি দখল করে বেআইনিভাবে সেখানে পাথর খাদান গড়ে উঠেছে এবং এক শ্রেণীর সরকারি আধিকারিকদের সঙ্গে যোগ সাজোসে সেই খাদান চলছে।
তারা রাজ্যের বিভিন্ন দপ্তরে এর বিরুদ্ধে আবেদন জানিয়েও এই খাদান বন্ধ করা যায়নি। উল্টে যারা প্রতিবাদ করছে পুলিশ তাদের বিভিন্ন কেস দিয়ে ফাঁসাচ্ছে বলে আদিবাসি কুরমী সমাজের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ রাসবিহারী মাহাতোর অভিযোগ। তিনি বলেন, তারা আরটিআই করে জানতে পেরেছে ঐ জমি বন দপ্তরের অধীনে৷ তা হলে সরকারি অধিনে থাকা জমিতে কিভাবে এই বেআইনী পাথর খাদান পরিচালিত হচ্ছে, কীসের ভিত্তিতে সরকার জায়গাটি ইজারা দিয়েছে।
আরও পড়ুন – কলকাতা-শ্রী সহ ৭টি শারদ সম্মান জাগরীর থিম “আলোর দিশারী-র” ঝুলিতে
সে বিষয়ে সরকারি আধিকারিকরা কিছু বলছে না। তিনি জানান, প্রশাসন যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তা হলে তারা বড়সড় আন্দলনে যাবেন। পুরুলিয়া জেলার বরাবাজার এলাকার লটপতা, তারাদি সরবেড়িয়া সহ বিভিন্ন এলাকার জমি পাথুরে। আর এখানেই দীর্ঘদিন ধরে অবৈধভাবে কখনও ডিনামাইট ফাটিয়ে আবার কখনও মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর খাদান চলছে।
এরফলে যেমন সরকারি কোষাগারের আর্থিক ক্ষতি হচ্ছে, একইভাবে নষ্ট হচ্ছে পরিবেশ। তাই এই খাদান বন্ধ করতে সব ধরনের প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আদিবাসীরা। অন্যদিকে স্থানীয় প্রশাসনের দাবি, এই অবৈধ পাথর খাদান বন্ধ করতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরুলিয়ায় অবৈধ