পুরুলিয়ায় তৃণমূলে যোগ ২০০ পরিবারের। শনিবার দিন হুড়া ব্লকের জবড়রা অঞ্চলে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের কর্মীসভা। কর্মীসভায় এদিন বিজেপি সমর্থিত ২০০ টি পরিবার যোগদান করে তৃণমূল কংগ্রেসে।যোগদান কারীদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন কর্মীসভায় উপস্থিত থাকা পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া সহ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথরিয়া।
এছাড়াও এদিনের এই কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি প্রণব দেওঘরিয়া, হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো, হুড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দন দত্ত, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও জবড়রা অঞ্চল সভাপতি দেবেন মাহাতো, এলাকার সমাজসেবী দিলীপ মাহাতো, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির হুড়া ১ নং চক্রের সভাপতি দিলীপ কুমার বাউরি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ও কর্মীরা।
আরও পড়ুন – বিয়ার নিয়ে বেচারা কাতার, মুসলিম রাষ্ট্রে খেলা আয়োজনে এবার ভাবতে হবে ফিফাকে
এদিনের এই কর্মী সভা থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে কর্মীসভায় উপস্থিত থাকা দলীয় কর্মীদের কোমর বেঁধে মাঠে নামার বার্তা দেন জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া।পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যেই হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন সভাপতি ঘোষণা করারও কথা জানান তিনি ।
অন্যদিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক স্বপন বেলথরিয়া বলেন, বিজেপি পরিচালিত এই জবড়রা গ্রামপঞ্চায়েত এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস গঠন করবে।কারণ এলাকায় বিজেপি জয়লাভের পর একটিও উন্নয়নমূলক কাজ করতে পারিনি।যা আজ এই এলাকার মানুষ ভালোভাবেই বুঝতে পারছে।আর আজ তাই নিজেদের ভুল বুঝতে পেরে মা-মাটি-মানুষের উন্নয়নে সকলেই তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছেন। তৃণমূলে যোগ ২০০