পুরুলিয়া জেলায় রক্তের সংকট দূরীকরণে এগিয়ে এলো তৃণমূল। সম্প্রতি পুরুলিয়া জেলায় দেখা দিয়েছে রক্তের চরম সংকট।আর এই পরিস্থিতিতে এবার জেলায় রক্তের সংকট দূরীকরণে এগিয়ে এলো তৃণমূল কংগ্রেস।এলাকার বিশিষ্ঠ সমাজসেবী স্বর্গীয় সমরেশ চৌবে ওরফে টিঙ্কু চৌবের স্মৃতির উদ্দেশ্যে আদ্রার কমলাস্থান তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির।আদ্রা শহর ও আড়রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার দিন অনুষ্ঠিত হওয়া এই রক্তদান শিবিরে ব্যাপক সাড়া মিলে আদ্রা শহরবাসীর।প্রায় ৬০ জনেরও বেশি এলাকার সাধারণ মানুষ এদিন রক্তদান করতে এগিয়ে আসেন।
রক্তদান শিবিরে পূর্বে এদিন স্বর্গীয় সমরেশ চৌবের প্রতিকৃতি ছবিতে শ্রদ্ধা জানিয়ে ও ফিতা কেটে সূচনা হয় রক্তদান শিবিরটির।সূচনা করেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া।সঙ্গে উপস্থিত ছিলেন, পুরুলিয়া জেলা পরিষদের কো-মেন্টর জয় ব্যানার্জী সহ রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর প্রণব দেওঘরিয়া, তৃণমূল কংগ্রেসের রঘুনাথপুর ১ নং ব্লক সভাপতি মিহীর বাউরি, আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ধনঞ্জয় চৌবে, আড়রা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব দত্ত,যুব সভাপতি অখিলেশ যাদব, শ্রমিক সংগঠনের রঘুনাথপুর ১ নং ব্লক সভাপতি তুফান রায়, আড়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান নীতু ঠাকুর ও প্রাক্তন প্রধান মধুসূদন দাস সহ এলাকার অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ ও কর্মীরা।
আরও পড়ুন – ত্রিকোণ প্রেমের পরিনীতিতেই কি গৃহবধূর মৃত্যু, আতঙ্কিত শহরবাসী
এদিনের এই রক্তদান শিবিরের সূচনা করে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, আমাদের সকলের পরিচিত এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় সমরেশ চৌবের স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবিরের আয়োজন।এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে জেলায় রক্তের ঘাটতি অনেকটাই পূরণ হবে বলে মনে করি।এদিন তিনি আরও বলেন, জেলায় রক্তের সংকট দূরীকরণে জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে।