পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভার প্রকল্পের বিরোধিতায় স্থানীয় বাসিন্দারা। পুরুলিয়া জেলার রঘনাথপুর ১ নং ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁকড়াডাঙ্গা মৌজায় রঘুনাথপুর পৌরসভার ‘ কঠিন বর্জ্য পদার্থ প্রক্রিয়াকরণ’ প্রকল্পের বিরোধিতায় এবার সরব হলেন স্থানীয় আপার বেনিয়াসোল নবোদয় পল্লীর বাসিন্দারা।প্রসঙ্গত, বাঁকড়াডাঙ্গা মৌজার আপার বেনিয়াসোলে পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভার ‘কঠিন বর্জ্য পদার্থ প্রক্রিয়াকরণ’ প্রকল্প শুরু হতে চলেছে। সেই সূত্রে এই জমি পরিদর্শন করেছেন স্টেট আরবান ডেভেলপমেন্টের আধিকারিকসহ রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা। ইতিমধ্যেই রঘুনাথপুর পৌরসভাকে এই প্রকল্পের জন্য জমি হস্তান্তর করেছে ভূমি দপ্তর।
সংবাদমাধ্যম মারফত এই খবর পেয়েই বিরোধিতায় নামেন আপার বেনিয়াসোল নবোদয় পল্লীর বাসিন্দারা।লিখিতভাবে তারা অভিযোগ জানান রঘুনাথপুর মহকুমা শাসক সহ রঘুনাথপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককেও।স্থানীয় বাসিন্দাদের দাবি, এই প্রকল্পের জন্য যে জমি নির্ধারণ করা হয়েছে তা আমাদের বাড়ির খুব কাছেই,এখানে এসে আবর্জনা ফেলা হলে আমাদের চারপাশের পরিবেশ নষ্ট হবে এবং আমরা সমস্যার সম্মুখীন হব।আমরা কিছুতেই এই প্রকল্প এখানে হতে দেবো না।এই বিষয়ে রঘুনাথপুর পৌরসভার কাউন্সিলর প্রণব দেওঘরিয়া বলেন,এই প্রকল্প তৈরীর ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের কোনও সমস্যা হলে সেটা প্রশাসন দেখবে।মহকুমা শাসক আছেন বা ভূমি দপ্তর আছে তারা চিহ্নিতকরণ করবেন কোন জায়গায় এই প্রকল্প করা যায়।
আরও পড়ুন – ত্রিকোণ প্রেমের পরিনীতিতেই কি গৃহবধূর মৃত্যু, আতঙ্কিত শহরবাসী
উল্লেখ্য, পুরুলিয়া জেলার রঘনাথপুর ১ নং ব্লকের আড়রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাঁকড়াডাঙ্গা মৌজায় রঘুনাথপুর পৌরসভার ‘ কঠিন বর্জ্য পদার্থ প্রক্রিয়াকরণ’ প্রকল্পের বিরোধিতায় এবার সরব হলেন স্থানীয় আপার বেনিয়াসোল নবোদয় পল্লীর বাসিন্দারা।প্রসঙ্গত, বাঁকড়াডাঙ্গা মৌজার আপার বেনিয়াসোলে পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভার ‘কঠিন বর্জ্য পদার্থ প্রক্রিয়াকরণ’ প্রকল্প শুরু হতে চলেছে। সেই সূত্রে এই জমি পরিদর্শন করেছেন স্টেট আরবান ডেভেলপমেন্টের আধিকারিকসহ রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা। ইতিমধ্যেই রঘুনাথপুর পৌরসভাকে এই প্রকল্পের জন্য জমি হস্তান্তর করেছে ভূমি দপ্তর।
সংবাদমাধ্যম মারফত এই খবর পেয়েই বিরোধিতায় নামেন আপার বেনিয়াসোল নবোদয় পল্লীর বাসিন্দারা।লিখিতভাবে তারা অভিযোগ জানান রঘুনাথপুর মহকুমা শাসক সহ রঘুনাথপুর ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককেও।স্থানীয় বাসিন্দাদের দাবি, এই প্রকল্পের জন্য যে জমি নির্ধারণ করা হয়েছে তা আমাদের বাড়ির খুব কাছেই,এখানে এসে আবর্জনা ফেলা হলে আমাদের চারপাশের পরিবেশ নষ্ট হবে এবং আমরা সমস্যার সম্মুখীন হব।আমরা কিছুতেই এই প্রকল্প এখানে হতে দেবো না।