পুরুলিয়ায় তৃণমূল নেতাদের খুনের হুমকি দিয়ে মাওবাদী পোস্টার। মাওবাদী নয় নেপথ্যে রয়েছে বিজেপি। এমনটাই অভিযোগ তৃণমূলের। জানা গিয়েছে, পুরুলিয়ার বরাবাজার এলাকা থেকে বেশ কিছু মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধার করল পুলিশ।
শনিবার সকালে বরাবাজার থানা এলাকার তিনটি জায়গা থেকে ছয়টি কালো কালিতে লেখা সিপিআই (মাওবাদী) নামাঙ্কিত পোষ্টার উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ।
পুরুলিয়ার জেলা পুলিশ সুপার এস,সেলভা মুরুগন বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।পোষ্টার গুলি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগিয়েছে, এদিন সকালে বরাবাজারের বেড়াদা গ্রাম পঞ্চায়েতের কুকুরচাঁড়ি মোড়ে, তুমড়াশোল অঞ্চলের তুইমা ও ধডাঙ্গা স্কুলের দেওয়ালে পোষ্টার গুলি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পোষ্টার গুলি উদ্ধার করে পুলিশ।
আর ও পড়ুন আগামিকাল থেকে শুরু হচ্ছে লোকাল ট্রেন, ট্রেনে উঠতে গেলে কী কী মাথায় রাখতে হবে, জানুন
তিনটি জায়গা থেকে দুটি করে পোষ্টার উদ্ধার হয়। তাতে স্থানীয় তৃণমূল নেতৃত্বকে খুনের হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চায়তে সমিতির বর্তমান সভাপতি তৃণমূলের প্রতুল মাহাতোকেও খুনের হুমকির পোষ্টার পাওয়া গিয়েছে। কালো কালিতে লেখা একটি পোষ্টারে লেখা রয়েছে, “ প্রতুল মাহাতর মুন্ডু চাই,তোর মৃত্যু অনিবার্য।“ নিচে লেখা রয়েছে সিপিআই(মাওবাদী)।
যদিও বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতুল মাহাতো জানিয়েছে, “ এখন আর মাওবাদী বলে কিছু নেই।এগুলি মাওবাদীদের নাম করে কেউ বা কারা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। তাতে কিচ্ছু লাভ হবে না।নির্বাচনে সাধারন মানুষ তাদের যোগ্য জবাব দিয়েছে। যারা এই সকল কাজ কর্ম করছেন এই কাজের জবাব আমরা রাজনৈতিক ভাবেই দেব।“
উল্লেখ্য, পুরুলিয়ায় তৃণমূল নেতাদের খুনের হুমকি দিয়ে মাওবাদী পোস্টার। মাওবাদী নয় নেপথ্যে রয়েছে বিজেপি। এমনটাই অভিযোগ তৃণমূলের। জানা গিয়েছে, পুরুলিয়ার বরাবাজার এলাকা থেকে বেশ কিছু মাওবাদী নামাঙ্কিত পোষ্টার উদ্ধার করল পুলিশ। শনিবার সকালে বরাবাজার থানা এলাকার তিনটি জায়গা থেকে ছয়টি কালো কালিতে লেখা সিপিআই (মাওবাদী) নামাঙ্কিত পোষ্টার উদ্ধার করে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বরাবাজার থানার পুলিশ।