তরুণীর জলে ঝাঁপ, বাঁচাতে নামলো পুরোহিত

তরুণীর জলে ঝাঁপ, বাঁচাতে নামলো পুরোহিত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পুরোহিত

তরুণীর জলে ঝাঁপ, বাঁচাতে নামলো পুরোহিত । নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার কৃষ্ণগঞ্জের মাথা ভাঙা ব্রীজের উপর থেকে ৯টা৩০ মিনিট নাগাদ এক তরুণী জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । সেইসময় ব্রীজের পাশে কালি মন্দিরের পুরোহিত দেখে ফেলে জলে ঝাঁপ দিয়ে তরুনীকে বাঁচাতে গেলে ঐ তরুনীপুরোহিত কে জাপটে ধরে ফেলে ।

 

ফলে পুরোহিতের অবস্থাও খারাপ হয়ে যায় ।ঐ সময় আরেক যুবক জলে ঝাঁপ দিয়ে চুল ধরে দুজনকেই টেনে নিয়ে ডাঙায় তুলে আসে । দুজনকে কৃষ্ণগঞ্জ গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরুণীর অবস্থার অবনতি হওয়ায় শক্তি নগর জেলা হাসপাতালে পাঠায় ।

 

পুরোহিতের অবস্থাও একই রকম । আপাতত কৃষ্ণগঞ্জ গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।খবর পৌঁছাতেই হাঁসপাতালে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । প্রাথমিক ভাবে জানা গেছে এ তরুণীর বাড়ি জয়ঘাটায় নাম জ্যোতি বিশ্বাস (২১) । পুরোহিত অমর রায় ।মে বাঁচিয়েছে দুটি প্রান তার নাম বলানো আছে । তবে অনুমান প্রেম ঘটিত কারনে ঐ তরূনী আত্মহত্যার চেষ্টা করে ।

 

আর ও পড়ুন    ব্যারাকপুর কমিশনারেট এর গোয়েন্দা বিভাগের তৎপরতায় গ্রেফতার এক দুস্কৃতী 

 

উল্লেখ্য, তরুণীর জলে ঝাঁপ, বাঁচাতে নামলো পুরোহিত । নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার কৃষ্ণগঞ্জের মাথা ভাঙা ব্রীজের উপর থেকে ৯টা৩০ মিনিট নাগাদ এক তরুণী জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে । সেইসময় ব্রীজের পাশে কালি মন্দিরের পুরোহিত দেখে ফেলে জলে ঝাঁপ দিয়ে তরুনীকে বাঁচাতে গেলে ঐ তরুনীপুরোহিত কে জাপটে ধরে ফেলে ।

 

ফলে পুরোহিতের অবস্থাও খারাপ হয়ে যায় ।ঐ সময় আরেক যুবক জলে ঝাঁপ দিয়ে চুল ধরে দুজনকেই টেনে নিয়ে ডাঙায় তুলে আসে । দুজনকে কৃষ্ণগঞ্জ গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরুণীর অবস্থার অবনতি হওয়ায় শক্তি নগর জেলা হাসপাতালে পাঠায় ।

 

পুরোহিতের অবস্থাও একই রকম । আপাতত কৃষ্ণগঞ্জ গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।খবর পৌঁছাতেই হাঁসপাতালে পৌঁছেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ । প্রাথমিক ভাবে জানা গেছে এ তরুণীর বাড়ি জয়ঘাটায় নাম জ্যোতি বিশ্বাস (২১) । পুরোহিত অমর রায় ।মে বাঁচিয়েছে দুটি প্রান তার নাম বলানো আছে । তবে অনুমান প্রেম ঘটিত কারনে ঐ তরূনী আত্মহত্যার চেষ্টা করে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top