কলকাতা – পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাঞ্চল্যকর মোড়। মঙ্গলবার কলকাতায় তল্লাশি চালিয়ে ইডি উদ্ধার করল বিপুল পরিমাণ নগদ ও সোনা। তারাতলার একটি বেসরকারি অফিসের গোপন খাপ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৩ কোটি টাকা নগদ। পাশাপাশি লেকটাউনে সংস্থার মালিকের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে আরও ১০ কোটি টাকার বেশি মূল্যের সোনার গয়না।
তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে, সবমিলিয়ে প্রায় ১৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এত বিপুল পরিমাণ নগদ ও সোনার উৎস সম্পর্কে কিছুই জানাতে পারেনি সংশ্লিষ্ট কোম্পানি।
ইডি সূত্রে খবর, সংস্থার সঙ্গে পুর নিয়োগ দুর্নীতির আর্থিক যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে।



















