পুলওয়ামায় সংঘর্ষে ফের নিকেশ ২ জঙ্গি

পুলওয়ামায় সংঘর্ষে ফের নিকেশ ২ জঙ্গি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় ফের জঙ্গিদমন অভিযান চালাল নিরাপত্তা বাহিনী। শুক্রবারের ওই অভিযানে দুই লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিস। তাদের নাম ইরফান আহমাদ দেগু ওরফে আবু জারার এবং তাসাদুক আমিন শাহ। ইরফানের বাড়ি পুলওয়ামাতেই এবং তাসাদুক থাকত পাম্পোরে। গোপন সূত্রে বাহিনীর কাছে খবর এসেছিল অবন্তীপোরার ব্রাও বান্দিনা এলাকায় লুকিয়ে রয়েছে জঙ্গিরা। সেই মতো এদিন ভোরে তল্লাশি অভিযানে নামে বাহিনী। জওয়ানদের উপস্থিতি বুঝতে পেরেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। বাহিনী পাল্টা প্রতিরোধ করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জঙ্গির। নিহত দুই জঙ্গির বিরুদ্ধে সাধারণ নাগরিকদের হত্যা করার পাশাপাশি বাহিনীর উপর হামলা চালানোরও অভিযোগ ছিল বলে জানিয়েছে পুলিস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top