নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১ ফেব্রুয়ারি, ফরওয়ার্ড ব্লক যুবলীগের রাজভবন অভিযান রুখে দিল পুলিশ। সংশোধিত নাগরিক আইন, এনআরসি এবং এনপিআর এর প্রতিবাদে শনিবার রাজভবন অভিযানের কর্মসূচি করে ফরওয়ার্ড ব্লকের যুবরা। এদিন যোগাযোগ ভবনের সামনে জমায়েত হয়েসারা ভারত ফরওয়ার্ড ব্লকের যুব-ছাত্ররা মিছিল করে রাজভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
কিন্তু পুলিশি বাধায় মিছিল বেশি দূর এগোতে পারিনি। সেখানেই আন্দোলনকারীরা বসে পড়ে কেন্দ্রীয় সরকারের এইসব নীতির বিরুদ্ধে সোচ্চার হোন। ফরওয়ার্ড ব্লক যুবদের পক্ষ থেকে দাবি করা হয় কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে নাগরিক আইন বাতিল করতে হবে। দেশে সাংবিধানিক সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ তাদের। পাশাপাশি কর্মসংস্থানের দাবিও জানায় তারা। বেকারদের কর্মসংস্থানের ক্ষেত্রে রাজ্য কিংবা কেন্দ্র কোন সরকারি দিশা দেখাতে পারছে না বলে এদিনের কর্মসূচি থেকে অভিযোগ করেন ফরোয়ার্ড ব্লকের ছাত্র-যুব নেতারা। রাজ্যের শিক্ষাব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে বলেও অভিযোগ তাদের



















