নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৭ ফেব্রুয়ারি, বাড়িতেই চলছিল আগ্নেয় অস্ত্রের কারবার। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বকুলতলা থানার ৫ নম্বর মনিরতট এলাকায় অভিযান চালায় বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মী ও বকুলতলা থানার পুলিশ। সেখান থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়। সাথে সেলিম দর্জি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের অনুমান, সেলিম বেআইনি অস্ত্র কারবার চালায়। সেজন্য তার বাড়িতেই অস্ত্র মজুত ছিল। তবে প্রতিবেশীরা এই খবর শুনে হতবাক। দীর্ঘদিন সে এলাকায় এই কারবার করলেও প্রতিবেশীরা কোনও টের পায়নি এমনটাই জানা যায়।