নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৭ ডিসেম্বর, পরিবেশ দফতরের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পুলিশের চোখে ধুলো দিয়ে চলছে জঙ্গল পোড়ানোর কাজ।পরিবেশ রক্ষায় গাছ কাটা বা জঙ্গল পোড়ানো বন্ধ করার আইন জারি হয়েছিল।কিন্তু সেই নিষেধাক্কাকে বুড়ো আঙুল দেখিয়ে নিউটাউনে দেদার চলছে জঙ্গল পোড়ানোর কাজ। এরফলে সাধারণ মানুষ পুলিশের নজর দাড়ি নিয়ে প্রশ্ন তুলছে। এই আগুন লাগানোর ফলে ধোঁয়ায় ভোরে গেছে গোটা এলাকা। যার জেরে পরিবেশ দূষণ হচ্ছে।
গত পাঁচ তারিখের পর ফের আজ একই ঘটনা ঘটল। নিউটাউন এর কদমপুকুরের কাছে একটি পাঁচিল দেওয়া ঘেরা বিশাল এলাকা জুড়ে থাকা জঙ্গলে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। এর পর গোটা জায়গাটি দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। ধোঁয়ায় ভোরে যায় এলাকা। পরিবেশ দফতরের যে নির্দেশিকা, সেখানে বলা আছে এই সময় কোনো রকম জঙ্গলে বা আবর্জনায় আগুন ধরানো যাবে না। সেই নির্দেশিকার পরে ও এমন ঘটনা ফের কেন ঘটল? পুলিশ এর নজর দাড়ি নেই এমনও দাবি করে এলাকাবাসীরা। বারবার নিউটাউনে এই ভাবে জঙ্গলে আগুন লাগছে। কে বা কারা আগুন লাগাচ্ছে তা নিয়ে খতিয়ে দেখার আর্জি জানায় সকলে।