বন্ধ সমর্থনকারীদের হটাতে গিয়ে বহরমপুরের সাটুই বাজার এলাকায় পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের সেলে আহত এক ছাত্র, গুরুতর জখম অবস্থায় ওই ছাত্র ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
স্থানীয় সুত্রে খবর এদিন সকালে বিজেপির বনধ সমর্থকরা বহরমপুরের সাটুই বাজার এলাকায় মিছিল করে আসছিল।পাশাপাশি দোকান পাট বন্ধ রেখেছিল।মিছিল চলাকালীন পুলিশের সাথে বচসা বাধে বনধ সমর্থকদের। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বন্ধ সমথনকারীদের ।এরপরই পুলিশ লাটিচার্জ করে বলে অভিজোগ ,পালটা বন্ধ সমথনকারীদের দিক থেকে ইটবৃষ্টি শূরু হয় বলে অভিজোগ ।বনধ সমর্থকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ও ফাটায় পুলিশ। আর তাতেই আহত হয়েছে এক স্কুল ছাত্র বলে অভিযোগ । আহত ছাত্রকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এলাকায় ব্যপক উত্তেজনা থাকায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। আহত রাকেশ নন্দী অষ্টম শ্রেনির ছাত্র, এদিন সে টিউশন পরে বাড়ি ফেরার পথে এই ঘটনা বলে অভিযোগ পরিবারের।