রাজস্থান- বিতর্ক পিছু ছাড়ছিল না। পুলিশের জালে আইআইটি বাবা ওরফে অভয় সিং। হরিয়ানার বাসিন্দা অভয়,মহাকুম্ভে যোগ দেওয়ার পরেই বিখ্যাত হয়ে ওঠেন আইআইটি বাবা হিসেবে। সূত্রের খবর, সোমবার রাজস্থানের জয়পুর থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। মাদক মজুত করার অপরাধে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর সূত্রের।
আইআইটি বম্বে থেকে এরোস্পেস ও অ্যারোনটিক্যাল স্ট্রিমে ইঞ্জিনিয়ারিং করেছেন অভয়। এরপর সন্ন্যাস গ্রহণ করেন তিনি। বিভিন্ন ধর্মীয় ক্ষেত্রে যোগ দেন। ২০২৫ সালে মহাকুম্ভেও সামিল হয়েছিলেন। সেখান থেকেই আইআইটি বাবা হিসেবে বিখ্যাত হয়ে যান তিনি।
মাদক মামলায় আইআইটি বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার হুমকি দিয়েছিলেন তিনি। এদিন শিপ্রা পথ থানার পুলিশ আধিকারিক জয়পুরে ঋদ্ধি সিদ্ধি পার্কে অভিজাত হোটেলে গিয়ে তাঁকে গ্রেফতার করে। আইআইটি বাবার সঙ্গে গাঁজা ছিল বলেও খবর। তাঁকে জামিন দেওয়া হয়েছে বলে দাবি আইআইটি বাবার।
গত ২৮ ফেব্রুয়ারি নয়ডার একটি বেসরকারি সংবাদ চ্যানেলে বিতর্কে অংশ নেন আইআইটি বাবা। নিউজরুমে ঢুকে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে লাঠিপেটা করা হয় বলে অভিযোগ তোলেন আইআইটি বাবা। এরপর সেক্টর ১২৬ পুলিশ আউটপোস্টে গিয়ে ধরনা দেন তিনি। পরে অবশ্য প্রতিবাদ প্রত্যাহার করে নেন।
তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে তাঁর করা ভবিষ্যদ্বাণী তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচের আগে আইআইটি বাবা ভবিষ্যদ্বাণী করেছিলেন, “এবার পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিতবে না, বিরাট কোহলি এবং ভারতীয় দল পারলে আমাকে ভুল প্রমাণ করে জিতে দেখাক।”
ভবিষ্যদ্বাণীর পরে ভারতীয় সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সোশ্যাল মিডিয়ায় তর্ক-বিতর্ক শুরু হয়। ম্যাচ শেষ হওয়ার পরে ভারতীয় সমর্থকদের কটাক্ষের শিকার হন আইআইটি বাবা। শেষমেশ ক্ষমা চেয়ে নেন তিনি। আর সেসব ঘটনার দিনকয়েকের মধ্যেই সোমবার গ্রেফতার হলেন আইআইটি বাবা। যদিও অভয়ের দাবি, গাঁজার পরিমাণ নগণ্য হওয়ায় তাঁকে জামিন দেওয়া হয়েছে।
