নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- লকডাউন চলছে রাজ্য জুড়ে , সকাল থেকেই রাস্তঘাটে লোকজন নেই।যদি কেউ কোন দরকারে বাড়ির বাইরে আসছেন, সে ক্ষেত্রে পুলিশের কাছে জবাবদিহি করতে হচ্ছে ।আজ শহরের ছবিটা সকাল থেকেই এমন।শহরে প্রতিটি রাস্তায় চলছে পুলিশের টহল।লকডাউন অমান্য করে যারা রাস্তায় বের হয়েছে তাদের নির্দিষ্ট কারণ বলতে হচ্ছে, তবেই ছাড় মিলছে।শহরের বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং চলছে সকাল থেকেই।জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ।বাজার থেকে শুরু করে পাড়ার দোকান, আজকের চিত্রটা একেবারে অন্য রকম, কড়া পুলিশের নজরদারিতে লোকডাউন চলছে রাজ্য জুড়ে।
পুলিশের নজরদারিতে শহর জুড়ে লোকডাউন
পুলিশের নজরদারিতে শহর জুড়ে লোকডাউন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram