নিউটাউন, ইকোপার্ক:- পুলিশের পারমিশন দরকার নেই আন্দোলন করার জন্য।আন্দোলন যাতে ঠিকঠাক হয় সেই জন্য পুলিশকে ইনফরমেশন দেওয়া হয়েছে।শান্তি পূর্ণ ভাবে আন্দোলন হোক এটা দেখার দায়িত্ব পুলিশের।টিএমসির জন্য কোনো আইন নাই, সংবিধান নাই কোনো কোর্ট নাই সেখানে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীকে ইট পাটকেল ও মারা হয়েছিল।সে সব দৃশ্য আমরা দেখেছি হাঙ্গামা করা হয়েছিল কিন্তু কারোর নামে এফআইআর করা হয়নি সেখানে কোনো আইন ভাঙা হয়নি।এই যে স্বৈরাচারী শাসন চলছে তার পরিণাম এটা লোক ভয়ের মধ্যে আছে।ভ্যাকসিন নিয়ে যে ধরণের রাজনীতি চুরি চলছে মানুষ এতে খুব ক্ষুব্ধ।

মানুষের ক্ষোভ অসন্তোষ সেটাই তুলে ধরা বিরোধীদের কাজ সেই জন্য ওখানে আন্দোলনের ঘোষণা করেছি শান্তিপূর্ণ প্রতীকী আন্দোলন হবে এই সরকার যে কাজ করছে সেটা ঠিক নয় তাকে সচেতন করার জন্য এই আন্দোলন।পুলিশ যদি চায় বেশি বাড়াবাড়ি হোক আইন শৃঙ্খলার অবনতি হোক তবে তারা অনেক কিছু করতে পারে তার পরিণাম ওদেরকে ভুগতে হবে।তাই আমরা বিরোধী পার্টি আমাদের অধিকার আছে আন্দোলন করার মানুষের সমস্যা তুলে ধরার ।শান্তি পূর্ণ ভাবে আন্দোলন করবো এটা ঘোষণা করেছি বাকি পুলিশ এর হাতে।