
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,২৯ শে সেপ্টেম্বর : পুলিশের পোশাক পরে তোলাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ| পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুমিত দাস| ধৃতের বাড়ি নদীয়া জেলার গাংনাপুর থানার বিবেকানন্দ পল্লী এলাকায়| পুলিশ সূত্রানুযায়ী, ধৃত সুমিত দাস দীর্ঘদিন ধরেই সাব-ইন্সপেক্টরের ড্রেস পরে এলাকায় ঘুরতো; এছাড়া এলাকা থেকে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা নিতো। থেকে| শনিবার বনগাঁ থানার পুলিশ এমন ঘটনাটির খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায়। তারপর বনগাঁ হাসপাতাল এলাকা থেকে সুমিত দাসকে গ্রেফতার করে পুলিশ| রবিবার সুমিতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।



















