পুলিশের ফাঁদে ধরা পড়ল এক ছিনতাই

পুলিশের ফাঁদে ধরা পড়ল এক ছিনতাই

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৭ জানুয়ারি, রাতের অন্ধকারে নির্জন জায়গার জঙ্গল থেকে হেঁটে যাওয়া মহিলাদের ওপর ঝাঁপিয়ে পড়ে একজন ছিনতাই।তারপর তাদের ব্যাগ ছিনতাই করে যদিও এবার ব্যাগ ছিনতাইয়ের ওই অভিযুক্তকে গ্রেফতার করে এক পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ধারালো ভোজালি।নিউটাউন সেন্ট্রাল মলের পিছন থেকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।ধৃতের নাম ইমানুল জমাদার (বয়স ২৪)।অভিযুক্ত কাশিপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, নিউটাউন এলাকায় দুটো অভিযোগ জমা পরে নিউটাউন থানায়।সেই অভিযোগের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে বিভিন্ন নির্জন জায়গা যেখানে জঙ্গল আছে সেখানে নজর রাখছিল পুলিশ।গতকাল রাতে টহল দেওয়ার সময় পুলিশের নজরে আসে সেন্ট্রাল মলের পিছনের দিকে ঝোপের মধ্যে কয়েকজন বসে আছে।সেইমত তারা সেখানে হানা দিয়ে ইমানুলকে ধরে ফেলে।বাকিরা পালিয়ে যায় সেখান থেকে।ধৃত ইমানুলকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে এই গ্যাংটি নিউটাউন এলাকার বিভিন্ন নির্জন জায়গায় যেখানে ঝোপ জঙ্গল আছে সেখানে ওত পেতে থাকে।যখন কোনো একা মহিলা রাস্তা দিয়ে হেটে যেত তখন জঙ্গল থেকে বেরিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়তো।ছিনিয়ে নিত ব্যাগ ও মোবাইল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top