সাঁইথিয়ার তৃণমূল নেতা সাধন মুখোপাধ্যায় কে মারধরের প্রতিবাদে রবিবার সাধন মুখোপাধ্যায় গোষ্ঠীর লোকেরা হরিশড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বেদন ঘোষের নেতৃত্বে বাগডাঙ্গা থেকে আমুয়া পর্যন্ত বন্ধে সমর্থনে একটি মৌন মিছিল করে, এরপর ব্লক সভাপতি সাবের আলী অনুগামী হরিশড়া অঞ্চল সভাপতি প্রশান্ত মন্ডল ও অঞ্চল সম্পাদক চিন্ময় রায়ের লোকজন বাইকে করে এসে সব দোকানপাট খোলার আবেদন জানালে সেই সময় দুই গোষ্ঠীর লোকেদের মধ্যে পুলিশের সামনেই হাতাহাতি মারধর করে l পরে পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করে l