নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৬ নভেম্বর, গত বুধবার দুর্গাপুরে পলাশডিহা সিন্ডিকেটের দখলদারি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় দুর্গাপুর থানার অন্তর্গত ফরিদপুর ফাঁড়িতে আদিবাসীরা বিক্ষোভ দেখান। তারপর পুলিশ আসলে তাদের ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়। সময় পেরিয়ে গেলও গ্রেপ্তার না হওয়ায় শনিবার পলাশডিহার আদিবাসী গাওতা সমিতির প্রচুর আদিবাসীরা ফরিদপুর ফাঁড়ি ঘেরাও করে। সাথে দুই নম্বর জাতীয় সড়কে আসানসোল গামী লেনটি প্রায় এক ঘণ্টা অবরোধ করে।
কিছুক্ষন পরে জাতীয় সড়কের অবরোধ তুলে নিলেও সার্ভিস রোড অবরুদ্ধ করে দেয়। বাস যাত্রীরা নিজেরাই রোড ব্লকার সরিয়ে আসানসোলের দিকে রাস্তা ঠিক করেন। কিন্তু এখনও পর্যন্ত থানা ঘেরাও করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা।
আদিবাসী গাঁওতা সমিতির দাবি, যতক্ষণ না কেউ গ্রেফতার হচ্ছে ততক্ষন এই আন্দোলন চলবে।