নিজস্ব সংবাদদাতা,মালদা,৩১ শে জুলাই :পুলিশ কর্মীর স্ত্রীর শ্লীলতাহানি,মারধর ও ঘরে বন্ধ করে রাখার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। প্রতিবাদ করায় দম্পতিকে মারধোর চিকিৎসক ও নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা শহরের এক বেসরকারি হাসপাতালে। নিরাপত্তা রক্ষী ও চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের ইংরেজবাজার থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, চাঁচোলের বাসিন্দা ওই দম্পতি। স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা। এদিন চিকিৎসার জন্য মালদার এক বেসরকারি হাসপাতালে আসেন। মহিলার অভিযোগ চিকিৎসার নাম করে ওই মহিলাকে চেম্বারে নিয়ে যায়। এরপর তাকে শ্লীলতাহানি করে চিকিৎসক। চেম্বার থেকে তড়িঘড়ি বেরিয়ে স্বামীকে সমস্ত ঘটনা জানায়। স্বামী ওই ঘটনার প্রতিবাদ করতেই চিকিৎসক ও সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা দম্পতিকে বেধড়ক মারধর করে ও একটি ঘরে তালা বন্ধ করে দেয়। সেখানে উপস্থিত অন্যান্য রোগীর আত্মীয়দের কাছ থেকে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে। এরপর ঘটনায় চিকিৎসক নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ইংরেজবাজার থানায়।
ঘটনা প্রসঙ্গে মালদার পুলিশ সুপার আলোক রাজোরিয়া বলেন, আমাদের চাঁচোলের এক পুলিশ কর্মীর স্ত্রী শ্লীলতাহানির অভিযোগ করেছেন চিকিৎসক ও নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
পুলিশ কর্মীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্লীলতাহানি,মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
পুলিশ কর্মীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্লীলতাহানি,মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram