নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ 24 পরগনা, ১৫ নভেম্বর, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার বাগির হাটে ১১৪ নম্বর জাতীয় সড়কের উপর বিষ্ণুপুর থানার স্পেশাল টিমের পুলিশ গাড়ি ও বেপরোয়া বেসরকারি বাসের ধাক্কা ,ঘাতক বাস সহ চালক কে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। ঘাতক বাস চালকের নাম নিতাই পাল।
বাসটি এস ডি ১৮ রুটের বাস কলকাতা থেকে ডায়মন্ড হারবার দিকে ফিরছিলো আর অটোতে থাকা বিষ্ণুপুর থানার স্পেশাল টিম কলকাতা থেকে ডায়মন্ড হারবার দিকে ফিরছিলেন ঠিক বিষ্ণুপুর থানার বাগির হাটে কাছে যাত্রীবিহিন বাসটি সজোরে এসে অটোর পিছনে এসে ধাক্কা মারে । আহত বেশ কয়েক জন বিষ্ণুপুর থানার কর্তব্যরত স্পেশাল পুলিশ কর্মী ।এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সংশ্লিষ্ট থানার ভারত সেবা শ্রম হাসপাতালে স্থানান্তরিত করে চিকিংসকেরা । ঘাতক বাস চালক ও বাসটিকে আটক করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, যে দাঁড়িয়ে থাকা পুলিশ গাড়িতে এসে বেপরোয়া ভাবে ফাঁকা রাস্তায় অটোতে ধাক্কা মারে ।