পুলিশ দিবসের দিন বটতলা চকে পুলিশ ক্লাবের উদ্বোধন করলেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। বৃহস্পতিবার পুলিশ দিবসের দিন মেদিনীপুর শহরের বটতলাচকে পুলিশ ক্লাবের উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। সেই সঙ্গে পুলিশ দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই রক্তদান শিবিরে পুলিশ কর্মীদের পাশাপাশি ওই এলাকার স্থানীয় বাসিন্দারা রক্তদান করেন।
পুলিশ সুপার দীনেশ কুমার পুলিশ ক্লাবের উদ্বোধন করে বলেন পুলিশ ক্লাবের সদস্যরা এই এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। যেকোনো প্রয়োজনে মানুষ পুলিশ ক্লাবে এসে তাদের বিভিন্ন অভাব অভিযোগের কথাও জানাতে পারবেন বলে তিনি জানান। পুলিশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার
রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া ও প্রাক্তন বিধায়ক গীতারানী ভুঁইয়া সবং থানার সমস্ত পুলিশ কর্মীদের ফুল , মিষ্টি, পেন দিয়ে সম্বর্ধনা জানান।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া পুলিস এর কাজের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলার মুখ্যমন্ত্রী যে আন্তরিকতা নিয়ে পুলিশ কর্মীদের পাশে দাঁড়িয়ে তাঁদের বিভিন্ন ভাবে সাহায্য করছেন এর প্রশংসা করেন। পুলিশ কর্মীরা যেভাবে নিজেদের জীবন বাজি রেখে মানুষের পাশে থাকেন তা খুবই উল্লেখযোগ্য। পুলিস প্রশাসন কে মাথা উঁচু করে কাজ করার বার্তা দিয়ে মন্ত্রী জানান , যদি প্রয়োজন হয় বলবেন , আপনার বাড়ির দাদা , বন্ধু হয়ে পাশে থাকবো।
আরও পড়ুন – সিপি(আই)এম র মিছিলে মানুষের ঢল
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবং ব্লকের বি ডি ও তুহিনশুভ্র মহান্তি , সবং পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য আবু কালাম বক্স সহ আরো অনেকে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি থানা প্রাঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার পুলিশ দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।



















