নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ২৪পরগণা, ১৪ নভেম্বর, পুলিশ সেজে প্রতারণা ও হুমকি দিয়ে টাকা আদায় করার ঘটনায় একজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম সৌমিত্র মন্ডল, বাড়ি সন্দেশখালি।
নরেন্দ্রপুর থানা এলাকার আতাবাগান থেকে বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ দায় করা হয় কিছুদিন আগেই। লালবাজারের পুলিশ পরিচয় দিয়ে দেবব্রত মন্ডল নামে এক ব্যাক্তির কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন দেবব্রত মন্ডল । তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে বারুইপুর আদালতে তোলা হয়েছে।