পুষনা উৎসব সোহরায় উৎসবে মাতলো আদিবাসী সম্প্রদায়ের মানুষ। মাদলের ছন্দেই আদিবাসীদের নৃত্যের তালে তালে দুলে উঠতে দেখেই আমরা অভস্ত্য তাদের নানান সাংষ্কৃতিক অনুষ্ঠানে। আদিবাসী সংস্কৃতির সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িত ধামসা মাদল। মহুয়ার নেশায় বুঁদ হয়ে ধামসা মাদলের ছন্দে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। কিন্তু ধামসা- মাদল শুধু নয় এছাড়াও যে তাদের অতি প্রাচীন বাশের তৈরি ” মোংগাহুদুর” বাদ্যযন্ত্রের তালেও যে তাদের দুলে উঠতে দেখতে পাওয়া যায়। এমনই চিত্র দেখতে পাওয়া গেল দক্ষিন দিনাজপুর জেলার।
দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নকশা গ্রামে এমনই অদ্ভুত দর্শন আদিবাসী যন্ত্রটির দেখা মিলল। সম্পূর্ণ বাঁশের তৈরি এই যন্ত্রটি বাজিয়ে আদিবাসী সম্প্রদায়ের পুষনা উৎসব সোহরায় উৎসবের মাততে দেখা গেল আদিবাসী সম্প্রদায়ের মানুষকে। সম্পূর্ণ বাঁশের তৈরি যন্ত্রটি বাজিয়ে আদিবাসী মানুষদের তাদের খুশি প্রকাশ করতে দেখা গেল।
আর ও পড়ুন অকাল বৃষ্টির জেরে বিঘার পর বিঘা আলুর জমি জলের তলায়
বর্তমানে আদিবাসী সম্প্রদায়ের নতুন প্রজন্ম তাদের বিভিন্ন অনুষ্ঠানে গিটার, অক্টোপ্যাড, কিবোর্ড ব্যবহার করায় ধীরে ধীরে ধামসা মাদল মত ” মোংগাহুদুর” এর মত বাদ্যযন্ত্র গুলি বিলুপ্তির পথে। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে প্রত্যক্ষভাবে জড়িত আদিবাসী সংস্কৃতিও। তাই এই যন্ত্র গুলিকে আদিবাসী ঐতিহ্যের পাশাপাশি বাংলার ঐতিহ্য বললেও ভুল হবে না। আর এই সমস্ত প্রাচীন ঐতিহ্য রক্ষায় উদ্যোগী হতে হবে আমাদেরই।
সেই কারণে দক্ষিণ দিনাজপুর জেলা হেরিটেজ সোসাইটিও এই সমস্ত বাদ্যযন্ত্র গুলি সংরক্ষিত হয় সেই ব্যাপারে উদ্যোগী হবে বলে জানালেন সংস্থার সম্পাদক। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে আদিবাসী মানুষের আধিক্য লক্ষ্য করা যায়। সেই কারণেই এই জেলা তথা বাংলার ঐতিহ্য মন্ডিত বাদ্যযন্ত্র গুলি যাতে সংরক্ষিত হয় সে ব্যাপারে সরকারের কাছে আবেদন জানানো হবে বলে দক্ষিণ দিনাজপুর জেলা হেরিটেজ সোসাইটির সম্পাদক তুহিন শুভ্র মন্ডল জানালেন।
উল্লেখ্য, পুষনা উৎসব সোহরায় উৎসবে মাতলো আদিবাসী সম্প্রদায়ের মানুষ। মাদলের ছন্দেই আদিবাসীদের নৃত্যের তালে তালে দুলে উঠতে দেখেই আমরা অভস্ত্য তাদের নানান সাংষ্কৃতিক অনুষ্ঠানে। আদিবাসী সংস্কৃতির সঙ্গে ওতোপ্রতো ভাবে জড়িত ধামসা মাদল। মহুয়ার নেশায় বুঁদ হয়ে ধামসা মাদলের ছন্দে মেতে ওঠেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। কিন্তু ধামসা- মাদল শুধু নয় এছাড়াও যে তাদের অতি প্রাচীন বাশের তৈরি ” মোংগাহুদুর” বাদ্যযন্ত্রের তালেও যে তাদের দুলে উঠতে দেখতে পাওয়া যায়। এমনই চিত্র দেখতে পাওয়া গেল দক্ষিন দিনাজপুর জেলার।
দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নকশা গ্রামে এমনই অদ্ভুত দর্শন আদিবাসী যন্ত্রটির দেখা মিলল। সম্পূর্ণ বাঁশের তৈরি এই যন্ত্রটি বাজিয়ে আদিবাসী সম্প্রদায়ের পুষনা উৎসব সোহরায় উৎসবের মাততে দেখা গেল আদিবাসী সম্প্রদায়ের মানুষকে। সম্পূর্ণ বাঁশের তৈরি যন্ত্রটি বাজিয়ে আদিবাসী মানুষদের তাদের খুশি প্রকাশ করতে দেখা গেল।