ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান। শীতের মরশুমে ভয়াবহ অগ্নিকাণ্ড।পুড়ে ছাই হয়ে গেল মুদিখানার দোকান ও গোয়াল ঘর। অভিযোগ, মাত্র এক কিলোমিটার দূরে দমকল কেন্দ্র থাকলেও অগ্নিকাণ্ডের ১ ঘন্টার মধ্যেও পৌঁছলো না দমকল। অবশেষে এলাকাবাসীর তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন। দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা।
রবিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তুলসীহাটা এলাকার নয়াটলা বুথে স্থানীয় বাসিন্দা পেশায় মুদী ব্যবসায়ী হাকিম উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে যায় তার মুদিখানার দোকান এবং গোয়ালঘর।অগ্নিকান্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। আরও অভিযোগ, আগুন লাগার সাথে সাথেই দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু মাত্র এক কিলোমিটার দূরে দমকল কেন্দ্র হলেও এসে পৌঁছায় নি দমকল কর্মীরা।
অবশেষে বাধ্য হয়ে আগুন নেভাতে হাত লাগায় এলাকাবাসী। তাদের তৎপরতাতেই নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের আক্ষেপ সময় মতো দমকল পৌঁছে গেলে হয়তো ক্ষয়-ক্ষতি অনেকটা কম হতো। অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোন প্রতিক্রিয়া দিতে চাননি দমকল আধিকারিকরা।
আরও পড়ুন – ফাঁক বুঝে ভরা এজলাস থেকে ফাঁক গলে পালাল আসামী
হাকিম উদ্দিনের ভাইপো শেখ সাজিরুল ইসলাম বলেন,দমকলের কি দরকার যদি আগুন লাগার পর দমকল না আসে। মাত্র এক কিলোমিটার দূরে দমকল কেন্দ্র। শেষে আমরাই হাত লাগিয়ে আগুন নেভেলাম।
এলাকাটি যথেষ্ট ঘনবসতিপূর্ণ। সাথে মারাত্মক ভাবে চলছে শৈত্য প্রবাহ। তাই আগুন ছড়িয়ে গেলে ভয়াবহ ক্ষতি হতে পারতো বলে জানিয়েছে এলাকার লোকেরা।
উল্লেখ্য, ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান। শীতের মরশুমে ভয়াবহ অগ্নিকাণ্ড।পুড়ে ছাই হয়ে গেল মুদিখানার দোকান ও গোয়াল ঘর। অভিযোগ, মাত্র এক কিলোমিটার দূরে দমকল কেন্দ্র থাকলেও অগ্নিকাণ্ডের ১ ঘন্টার মধ্যেও পৌঁছলো না দমকল। অবশেষে এলাকাবাসীর তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন। দমকলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা।