পূজার দিনগুলিতে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় বাজবে না ডি.জে

পূজার দিনগুলিতে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় বাজবে না ডি.জে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পূজার দিনগুলিতে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় বাজবে না ডি.জে। সরকারি নির্দেশ অনুসারে পূজার দিনগুলিতে গোটা দক্ষিণ দিনাজপুর জেলায় বাজবে না ডি.জে। পাশাপাশি মহাষষ্ঠী থেকে দশমী অবধি বৈকাল ৪-টা থেকে ভোর ৫-টা অবধি বুনিয়াদপুর, গঙ্গারামপুর, বালুরঘাট পৌর এলাকায় এবং ত্রিমোহিনী থেকে হিলি-র ৫১২নং জাতীয় সড়কে পণ্যপরিবহন গাড়ি চলাচলে থাকছে নিষেধাজ্ঞা।

 

আসন্ন শারদোৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে শুক্রবার বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলার পূজা কমিটিগুলির সাথে বৈঠক করে শুক্রবার একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করে জেলা প্রশাসন। দুর্গাপূজা কমিটিগুলির প্রতিনিধিদের সাথে এই বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা শাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার রাহুল দে সহ জেলা প্রশাসনের একাধিক কর্তা। এদিনের এই বৈঠক চলাকালীন জেলা প্রশাসনের তরফ থেকে জারি করা গাইড লাইনগুলি সম্পর্কে পূজাকমিটিগুলির সদস্যদের অবহিত করা হয়।

আরও পড়ুন – সতীশ চন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের পক্ষ থেকে মশা বাহিত রোগের সচেতনতা শিবির

যার মধ্যে উল্লেখযোগ্য হলো পূজা প্যান্ডেলের প্রবেশ দ্বার এবং বাহির দ্বার থেকে শুরু করে প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বিষয়ে প্রশাসনিক নানাবিধ বিধিনিষেধ। এদিনের এই বৈঠকে বা সভাতে বালুরঘাট থানার ভারপ্রাপ্ত পরিদর্শক রাত্রিবেলায় পূজা মন্ডপে ২ জন করে স্বেচ্ছাসেবক রাখার কথা, প্যান্ডেলের ম্যাপ অগ্নিনির্বাপণ দপ্তরকে প্রদানের বিষয়ের মত একাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি পূজা কমিটিদের সদস্যদের জানান।

 

এদিনের এই সভার তাৎপর্যপূর্ণ বিষয় হলো এদিনের এই সভার মধ্য দিয়ে যাতে পূজা কমিটিগুলিও তাদের সমস্যা বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করতে পারে সেই কারনে এদিনের এই সভায় অগ্নিনির্বাপণ দপ্তর থেকে শুরু করে বিদ্যুৎ সরাবরাহ দপ্তরের মতন একাধিক দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে জানান আগামী ৭ অক্টোবর বালুরঘাটে কার্নিভাল হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top