রায়া সাধুঃ ‘রুপ তেরা মস্তানা’র জন্য পুজোয় রুপের ঘায়ে ঘায়েল করতে ব্যস্ত সকলে। আর তাই বাজারে ঘুরছে নানা ফেয়ারনেস ক্রীম। সেই ক্রীম মেখেই রাতারাতি ফর্সা হওয়ার কম্পিটিশানে দৌড়াচ্ছে শ্যামলা বর্ণা থেকে অতি শ্যামলা বর্নার তনয়ারা। এমনকি, দুধে আলতা বরণও যাচ্ছে পার্লারের শীতঘরে নিজেকে পরিচর্যা করতে।
শুধু তনয়া বললে ভুল হবে। এই দৌড়ে সামিল হয়েছে তনয়রাও। ফেয়ারনেস ক্রীমের পরিচর্যার পাশাপাশি পুজোর মরসুমে বিউটি পার্লারে চলছে দামি থেরাপি। রমরমা ব্যবসার মুখ দেখছে ছোট থেকে বড় পার্লারের মালিক-মালকিনরা। গোল্ড-প্লাটিনাম ফেসিয়াল থেকে শুরু করে লেজার ট্রিটমেন্ট, কী চাই! সবই মিলবে এক ছাদের তলায়। পকেট সামলে চলছে ত্বকের মাজা-ঘষা।
মেচেতার দাগ থেকে ব্রণর কালো দাগ মিলিয়ে উজ্জ্বল মুখ ধরা দেবে পুজোর কটা দিন। সামনে পুজো, কে না চায় নিজের সুন্দর আনন সবার নজর কাড়তে। তাই মরিয়া হয়ে ছুটছে সকাল থেকে রাত পার্লারে পার্লারে। তাই সব শেষে বলা যেতেই পারে, পুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে, তাই ফিনিশিং টাচে ব্যস্ত হয়ে পড়েছে আবাল-বৃদ্ধ-বণিতা।