চাঁচলবাসীর দুরপাল্লার বাস সহ বাস্ট্যান্ডের স্বপ্ন পূরণ হতে চলেছে

চাঁচলবাসীর দুরপাল্লার বাস সহ বাস্ট্যান্ডের স্বপ্ন পূরণ হতে চলেছে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পূরণ

চাঁচলবাসীর দুরপাল্লার বাস সহ বাস্ট্যান্ডের স্বপ্ন পূরণ হতে চলেছে । মালদা জেলার   চাঁচলবাসীর দুরপাল্লার বাস সহ বাস্ট্যান্ডের স্বপ্ন। সেই দিকে নজর রেখে আগামী ১৪  নভেম্বর রাজ‍্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম মালদার চাঁচলে আসার কথা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চাঁচলের কলিগ্রামে অবস্থিত নব নির্মিত বাস ডিপোর দ্বারৎঘাটন করবেন তিনি।

 

চাঁচলের কলিগ্রামে ওই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চাঁচল ডিপোর কলিগ্রামে ভবন নির্মাণের কাজ কয়েক মাস আগেই শেষ হয়েছে।পাশাপাশি চাঁচল থেকে শিলিগুড়ি ও কলকাতা রুটে বেশ কয়েকটি বাস পরিষেবা এদিন তিনি চালু করবেন।মন্ত্রী তারও উদ্ধোধন করবেন।যদিও এই উদ্বোধনকে কটাক্ষ করেছে বিজেপি।

 

উল্লেখ্য,গত ২৬ শে অক্টোবর মন্ত্রী ফিরহাদ হাকিমের হাতে বহু প্রথিকৃত চাঁচল বাস ডিপোটির উদ্ধোধনের কথা ছিল।বিশেষ কারনবশত ওই কর্মসূচী বাতিল হয়ে যায়।উপনির্বাচন ও অন‍্যান‍্য দলীয় কর্মসূচী থাকায় সেই অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছিল। অবশেষে নব নির্মিত ওই বাস ডিপো পুনঃভাবে উদ্ধোধনের দিনক্ষন স্থীর করা হয়েছে।হেলিকপ্টারের ট্রায়াল দেখতে এদিন স্থানীয় মানুষজন বাইরে ভিড় জমান।

 

আর ও পড়ুন  দিঘা-নন্দকুমারে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত তিনজন 

 

এলাকার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ বলেন,আগামী ১৪ই নভেম্বর রাজ‍্যের পরিবহন দপ্তরে মন্ত্রী ফিরহাদ হাকিম চাঁচলে আসছেন।প্রস্তুতি চলছে জোরকদমে। অন্যাদিকে,  বিজেপি জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন,এক মাস আগে সমস্ত কিছুর প্রস্তুুতি হয়ে গিয়েছিল। মন্ত্রীর উদ্বোধন করার কথা। কিন্তু তা হয় নি। এবারও উদ্বোধন হবে কি না চাঁচল বাসী তা দেখবে। তবে বার বার মানুষকে ধোকা দিচ্ছে রাজ্যের শাসক দল। মন্ত্রীর উদ্বোধনের নামে টাকা নয়ছয় করা হচ্ছে।

 

উল্লেখ্য, চাঁচলবাসীর দুরপাল্লার বাস সহ বাস্ট্যান্ডের স্বপ্ন পূরণ হতে চলেছে । মালদা জেলার   চাঁচলবাসীর দুরপাল্লার বাস সহ বাস্ট্যান্ডের স্বপ্ন। সেই দিকে নজর রেখে আগামী ১৪  নভেম্বর রাজ‍্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম মালদার চাঁচলে আসার কথা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চাঁচলের কলিগ্রামে অবস্থিত নব নির্মিত বাস ডিপোর দ্বারৎঘাটন করবেন তিনি।চাঁচলের কলিগ্রামে ওই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চাঁচল ডিপোর কলিগ্রামে ভবন নির্মাণের কাজ কয়েক মাস আগেই শেষ হয়েছে।পাশাপাশি চাঁচল থেকে শিলিগুড়ি ও কলকাতা রুটে বেশ কয়েকটি বাস পরিষেবা এদিন তিনি চালু করবেন।মন্ত্রী তারও উদ্ধোধন করবেন।যদিও এই উদ্বোধনকে কটাক্ষ করেছে বিজেপি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top