নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- আবারও পূর্ণবয়স্ক হাতির মৃত্যু। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত বান্দী গ্রামে আজ সকালে গ্রামবাসীরা একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে। এরপর তারা বনদপ্তরে খবর দিলে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যায়। বনদপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই পশু চিকিত্সকদের খবর দিয়েছে। তবে কি ভাবে হাতিটির মৃত্যু হলো তা ময়নাতদন্তের পরেই বলা সম্ভব বলে বনদপ্তর সুত্রে জানা গেছে। মৃত হাতিটিকে দেখতে এলাকায় ভিড় জমিয়েছে বিভিন্ন গ্রামের মানুষেরা।