শান্তিপুরে সাড়ম্বরে রাস পূর্ণিমা শুরু হলো। নদীয়া জেলার নবদ্বীপের রাস পূর্ণিমার ঠিক পরেই ভাঙ্গা রাস রূপে জনপ্রিয় শান্তিপুরের ভাঙ্গা রাস যা দেখতে অগুনিত মানুষের ভিড় হয় প্রতিবছর । শান্তিপুরের রাই রাজা প্রথা চালু রয়েছে, কিন্তু করোনা পরিস্থিতির জন্য এইবার সেই আড়ম্বর বন্ধ রাখা হয়েছে।
শান্তিপুরে যেহেতু ভগবান শ্রী চৈতন্যদেবের পার্ষদ পঞ্চতত্ত্বের একজন শ্রী অদ্বৈত আচার্য তিনার কুটির এবং তিনার ভজন কুটির শান্তিপুর এই স্থিতো।
আর ও পড়ুন ইডেনের ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে চড়েছে উত্তেজনার পারদ
নবদ্বীপের বাসিন্দার মুসলিম পরিবারে প্রতিপালিত সেই হারেজ যখন তাকে হরিনাম করার অপরাধে ১০০০০ বেত্রাঘাতের আঘাতে তাকে মৃত্যুদণ্ড দিয়ে নবদ্বীপ গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলো , সেই হারেজ শান্তিপুর গঙ্গায় অদ্বৈত্য আচার্যের কাছে এসে হরিদাস ঠাকুর নামে যিনি ভক্ত হরিদাস ঠাকুর নামে পরিচিত হন। তার এই নামকরণ অদ্বৈত আচার্য দেওয়া।
শ্রী অদ্বৈত আচার্যের বাড়ি নিজের বসতবাড়ি এই শান্তিপুরেই।নবদ্বীপ রাস এর সমাপ্তি হলে শান্তিপুরের রাস আরম্ভ হয় যেটা কিনা ভাঙ্গা রাস হিসাবেই জনপ্রিয় রয়েছে ।
উল্লেখ্য, শান্তিপুরে সাড়ম্বরে রাস পূর্ণিমা শুরু হলো। নদীয়া জেলার নবদ্বীপের রাস পূর্ণিমার ঠিক পরেই ভাঙ্গা রাস রূপে জনপ্রিয় শান্তিপুরের ভাঙ্গা রাস যা দেখতে অগুনিত মানুষের ভিড় হয় প্রতিবছর । শান্তিপুরের রাই রাজা প্রথা চালু রয়েছে, কিন্তু করোনা পরিস্থিতির জন্য এইবার সেই আড়ম্বর বন্ধ রাখা হয়েছে। শান্তিপুরে যেহেতু ভগবান শ্রী চৈতন্যদেবের পার্ষদ পঞ্চতত্ত্বের একজন শ্রী অদ্বৈত আচার্য তিনার কুটির এবং তিনার ভজন কুটির শান্তিপুর এই স্থিতো।
নবদ্বীপের বাসিন্দার মুসলিম পরিবারে প্রতিপালিত সেই হারেজ যখন তাকে হরিনাম করার অপরাধে ১০০০০ বেত্রাঘাতের আঘাতে তাকে মৃত্যুদণ্ড দিয়ে নবদ্বীপ গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলো , সেই হারেজ শান্তিপুর গঙ্গায় অদ্বৈত্য আচার্যের কাছে এসে হরিদাস ঠাকুর নামে যিনি ভক্ত হরিদাস ঠাকুর নামে পরিচিত হন। তার এই নামকরণ অদ্বৈত আচার্য দেওয়া। শ্রী অদ্বৈত আচার্যের বাড়ি নিজের বসতবাড়ি এই শান্তিপুরেই।নবদ্বীপ রাস এর সমাপ্তি হলে শান্তিপুরের রাস আরম্ভ হয় যেটা কিনা ভাঙ্গা রাস হিসাবেই জনপ্রিয় রয়েছে ।