
গত ৯ আগস্ট থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে নয়াদিল্লির এইমসে ভরতি থাকার পর, শনিবার দুপুর ১২টা ০৭ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি৷আজ, রবিবার নিগমবোধ ঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
সকাল ১০টাই বাড়ি থেকে অরুণ জেটলির মরদেহ নিয়ে যাওয়া হল বিজেপির সদর দপ্তরের উদ্দেশে৷ সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন বিজেপির কর্মী-সমর্থক, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ।
Delhi: Mortal remains of Former Union Minister and Bharatiya Janata Party leader (BJP) #ArunJaitley being taken to BJP headquarters. pic.twitter.com/kJ1DOFqU4t
— ANI (@ANI) August 25, 2019
He attracted friends across political spectrum: Sonia Gandhi writes to Arun Jaitley's wife
Read @ANI Story | https://t.co/ZZN0Sxs9Jg pic.twitter.com/1a0Us4lD3l
— ANI Digital (@ani_digital) August 24, 2019
সকাল ১১টাই বিজেপির সদর দপ্তরে পৌঁছল প্রাক্তন অর্থমন্ত্রীর মরদেহ৷ ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কার্যকরী সভাপতি জেপি নাড্ডা-সহ বিজেপি শীর্ষ নেতা-নেত্রীরা৷ তারপর সেখান থেকে জেটলির দেহ নিয়ে যাওয়া হবে নিগম বোধ ঘাটে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর।দুপুর ১২টাই বিজেপির সদর দপ্তরে প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রীকে শেষশ্রদ্ধা জানালেন অমিত শাহ, জেপি নেড্ডা, রাজনাথ সিং, রঘুবর দাস, সত্যপাল মালিক-সহ বিজেপি নেতারা৷
Delhi: Mortal remains of former Union Minister and BJP leader #ArunJaitley being taken to Nigambodh Ghat where the cremation will take place. pic.twitter.com/w9XFaC1dWt
— ANI (@ANI) August 25, 2019
দুপুর ২ টাই প্রয়াত অর্থমন্ত্রী অরুণ জেটলির দেহ পৌঁছল নিগম বোধ ঘাটে। সেখানেই পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য৷



















