পূর্ব বর্ধমান – প্রতিদিনের মতোই বুধবার ভোরে ফুল তুলতে ও বাড়ির সামনের রাস্তা পরিষ্কার করতে বেরিয়েছিলেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নশরতপুর পঞ্চায়েতের মাধব সাহার গলির বাসিন্দা বিমল কৃষ্ণ সাহা। তবে এদিন সকালে তার রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বিমল বাবুকে খুন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আনুমানিক ভোর চারটের সময় বাড়ি থেকে বেরিয়ে প্রতিদিনের মতো ফুল তোলা ও রাস্তা পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন বিমল সাহা। কিছুক্ষণ পর প্রতিবেশীরা তার স্ত্রীকে খবর দেন যে, রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে রয়েছেন তিনি। মাথার পিছনে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পরনে থাকা গামছাও খোলা ছিল।
মৃতের স্ত্রী ও পরিবারের দাবি, বিমল সাহার মৃত্যু রহস্যজনক এবং সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। মৃতের পুত্রবধূ বলেন, “আমরা অনেকবার বারণ করতাম বাড়ির সামনে ময়লা পরিষ্কার করতে, কিন্তু উনি শুনতেন না। আজ সেই সময়েই এই ঘটনা ঘটল।”
খবর পেয়ে নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ও থানার আইসিও ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ প্রাথমিকভাবে সব দিক খতিয়ে দেখছে। বিমল সাহা কি পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গিয়েছেন, নাকি তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে — তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
