পূর্ব বর্ধমানের রায়না থানার জোৎসাদি গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে আগুন দেবার অভিযোগ উঠল। অভিযোগ ; ব্লক সভাপতি বামদেব মন্ডলের গোষ্ঠীর বিরুদ্ধে। এই গোষ্ঠীর সঙ্গে বিধায়িকা ও সভাধিপতি শম্পা ধারার গোষ্ঠীর বিরোধ রয়েছে। এই এলাকায় শম্পা ধারার গোষ্ঠীর প্রভাব বেশি। এলাকার তৃণমূল কর্মী বাবর আলি মল্লিক জানান; গতকাল রাতে ২১ শের সমাবেশ থেকে ফিরে তারা এই খবর পান।
আর এক কর্মী তোহরাব আলি মল্লিক জানান; কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। তাতে কিছু ফ্লেক্স; ক্যারাম পুড়ে যায়। কয়েকটি গাছ ও জানালাতেও আগুন লাগে। তাদের অভিযোগ ; এটা বামদেব মন্ডলের গোষ্ঠীর লোকেরা একাজ করে থাকতে পারে। কোনো সাধারণ মানুষের এই সাহস হবে না। অপরদিকে ; ব্লক সভাপতি বামদেব মন্ডল এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য ; প্রশাসন তদন্ত করে দোষীদের শাস্তি দিক।
আরও পড়ুন – অবশেষে কাটল ধোঁয়াশা, দিবালার নতুন ঠিকানা রোমা
উল্লেখ্য, পূর্ব বর্ধমানের রায়না থানার জোৎসাদি গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে আগুন দেবার অভিযোগ উঠল। অভিযোগ ; ব্লক সভাপতি বামদেব মন্ডলের গোষ্ঠীর বিরুদ্ধে। এই গোষ্ঠীর সঙ্গে বিধায়িকা ও সভাধিপতি শম্পা ধারার গোষ্ঠীর বিরোধ রয়েছে। এই এলাকায় শম্পা ধারার গোষ্ঠীর প্রভাব বেশি। এলাকার তৃণমূল কর্মী বাবর আলি মল্লিক জানান; গতকাল রাতে ২১ শের সমাবেশ থেকে ফিরে তারা এই খবর পান। আর এক কর্মী তোহরাব আলি মল্লিক জানান; কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়।
তাতে কিছু ফ্লেক্স; ক্যারাম পুড়ে যায়। কয়েকটি গাছ ও জানালাতেও আগুন লাগে। তাদের অভিযোগ ; এটা বামদেব মন্ডলের গোষ্ঠীর লোকেরা একাজ করে থাকতে পারে। কোনো সাধারণ মানুষের এই সাহস হবে না। অপরদিকে ; ব্লক সভাপতি বামদেব মন্ডল এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য ; প্রশাসন তদন্ত করে দোষীদের শাস্তি দিক
উল্লেখ্য, পূর্ব বর্ধমানের রায়না থানার জোৎসাদি গ্রামে তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ে আগুন দেবার অভিযোগ উঠল। অভিযোগ ; ব্লক সভাপতি বামদেব মন্ডলের গোষ্ঠীর বিরুদ্ধে। এই গোষ্ঠীর সঙ্গে বিধায়িকা ও সভাধিপতি শম্পা ধারার গোষ্ঠীর বিরোধ রয়েছে। এই এলাকায় শম্পা ধারার গোষ্ঠীর প্রভাব বেশি। এলাকার তৃণমূল কর্মী বাবর আলি মল্লিক জানান; গতকাল রাতে ২১ শের সমাবেশ থেকে ফিরে তারা এই খবর পান।