কলকাতা – রবিবারের ছুটির আবহে রাজ্যে শুরু হলো নতুন যুগের রেল পরিষেবা—পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন। শিয়ালদহ-রানাঘাট শাখায় আজ সকাল ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর সোমবার থেকে সাধারণ যাত্রীরাও এই ট্রেনে যাতায়াত করতে পারবেন।
আধুনিক এই এসি লোকালে রয়েছে ১২টি কামরা ও ১১২৬টি আসন। সোমবার থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে। প্রাথমিক পর্যায়ে সব স্টেশনে না থেমে, রানাঘাট থেকে শিয়ালদহগামী ট্রেন চাকদহ, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, বারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম ও বিধাননগর স্টেশনে থামবে।
রানাঘাট থেকে সকাল ৮:৩২-এ ছাড়লে ট্রেন শিয়ালদহ পৌঁছবে সকাল ১০:১০-এ। ফিরতি পথে শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬:৫০-এ ছাড়িয়ে রানাঘাট পৌঁছবে রাত ৮:৩২-এ। এই নতুন পরিষেবা যাত্রীদের আরামদায়ক ও সময়নিষ্ঠ যাত্রার প্রতিশ্রুতি দিচ্ছে।
