নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:-▪ ধীরে ধীরে রাজ্যে একের পর এক প্রশাসনিক আধিকারিক মহামারী ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, এবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের বিডিও করোনা আক্রান্ত হলেন। জানা গেছে ওই আক্রান্ত বিডিওকে নিয়ে যাওয়া হয়েছে চন্ডিপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে।
গত কয়েক দিন করোনা উপসর্গ থাকায় হোম কোরাইন্টমেন্টে ছিলেন তিনি। গতকাল রাতে রিপোর্ট পজিটিভ আসায় তাকে সোমবার চন্ডিপুর নিয়ে আসা হয়। বিডিও অফিস সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার তমলুক দমকল বাহিনীর তরফ থেকে সানিটাইজ করা হয় অফিসে । পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে এলাকার মানুষকে সচেতন থাকার বার্তা দেওয়া হয়।