পৃথক রাজ্যের দাবিতে কামতাপুর পিপলস পার্টি ইউ। শুক্রবার, পৃথক রাজ্যের দাবি ও কামতাপুরী ভাষায় অষ্টম তপশিলি, দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করলেন kpp (u)
জানা গেছে গোটা উত্তরবঙ্গ জুড়ে একই সময়ে প্রত্যেকটি জেলায় কামতাপুর পিপলস পার্টি তথা আকসু তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, জলপাইগুড়ি রাজবাড়ী থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এরপর গোটা জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করেন ডিএম অফিসে শেষ করে,
এই বিক্ষোভ মিছিল এ উপস্থিত ছিলেন, জেলা সম্পাদক বিশ্বনাথ রায়, জেলা সম্পাদক বিন্দেশ্বর রায়, জগদীশ রায়, প্রিয়নাথ রায়, মন্টু রায়, চন্দন রায়, প্রত্যেক সদস্যবৃন্দ,
জেলা কমিটির সম্পাদক বিশ্বনাথ রায় বলেন আগে আমরা স্মারকলিপি জমা করেছিলাম আজকে। বিক্ষোভ মিছিল করলাম এরপর যদি সরকার নড়েচড়ে না বসে আগামী দিনে বড় আন্দোলনে নামবে।
আরও পড়ুন – আকাশ পরিষ্কার, নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘাকে
উল্লেখ্য, শুক্রবার, পৃথক রাজ্যের দাবি ও কামতাপুরী ভাষায় অষ্টম তপশিলি, দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করলেন kpp (u)
জানা গেছে গোটা উত্তরবঙ্গ জুড়ে একই সময়ে প্রত্যেকটি জেলায় কামতাপুর পিপলস পার্টি তথা আকসু তরফ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, জলপাইগুড়ি রাজবাড়ী থেকে বিক্ষোভ মিছিল বের করা হয় এরপর গোটা জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল করেন ডিএম অফিসে শেষ করে,
এই বিক্ষোভ মিছিল এ উপস্থিত ছিলেন, জেলা সম্পাদক বিশ্বনাথ রায়, জেলা সম্পাদক বিন্দেশ্বর রায়, জগদীশ রায়, প্রিয়নাথ রায়, মন্টু রায়, চন্দন রায়, প্রত্যেক সদস্যবৃন্দ,
জেলা কমিটির সম্পাদক বিশ্বনাথ রায় বলেন আগে আমরা স্মারকলিপি জমা করেছিলাম আজকে। বিক্ষোভ মিছিল করলাম এরপর যদি সরকার নড়েচড়ে না বসে আগামী দিনে বড় আন্দোলনে নামবে। পৃথক রাজ্যের দাবিতে