নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১৯ নভেম্বর, ইন্দিরা গান্ধীর জন্মদিনে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হল প্রদেশ কংগ্রেস। বলা যায় এই দিনটি প্রতিবাদ দিবস হিসাবেই পালন করল প্রদেশ কংগ্রেস ও তার বিভিন্ন শাখা সংগঠন। প্রতীকী হিসাবে পেঁয়াজের অগ্নিমূল্যকে সামনে তুলে ধরলেন তাঁরা।
এই কর্মসূচিতে যোগ দিয়ে কংগ্রেসের সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, ইন্দিরা গান্ধী ‘গরিবী হাঠাও’ এর ডাক দিয়েছিলেন। আর বর্তমান মোদি সরকার সেই গরিবের পেটে লাথি মারছে। সাধারণ গরিব মানুষ ভাত নুন আরেকটু পিঁয়াজ খেয়ে বেঁচে থাকেন। সেই পিঁয়াজের দাম ৯০ থেকে ১০০ টাকা কেজি। শুধু পিঁয়াজ নয়, অন্যান্য শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দাম বাজারে আগুন। কোন কিছুতেই ছোঁয়ার উপায় নেই গরিব মানুষের। তাই ইন্দিরা গান্ধীর জন্মদিনে এদিন পিঁয়াজ কাটেন প্রদীপবাবু সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।ও এলাকাবাসীদের কিছু পেঁয়াজ বন্টনও করা হয় এদিন।