কোলকাতা:- পেগাসাস ইস্যুতে উত্তাল বাংলা’ বিক্ষোভ দেখানো হলো রাজভবন গেটের সামনে কংগ্রেসের পক্ষ থেকে ! মোবাইল ফোন ভেঙে রাজভাবনের সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেসের কর্মী সমর্থকেরা।

দেশ জুড়ে কেন কংগ্রেস নেতাদের ফোনে আড়িপাতা হচ্ছে তার প্রতিবাদে, একই সঙ্গে নরেন্দ্র মোদী ও অমিত শাহের পদত্যাগ এর দাবিতে আজ রাজভবনের সামনে বিক্ষোভ দেখালো কংগ্রেস কর্মী সমর্থকরা। প্রতিবাদ চলাকালীন রীতিমতন ধুনধুমার কান্ড রাজভবনের নথ গেটের সামনে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে যায় কংগ্রেস কর্মী সমর্থকরা। এর ফলে ১৫ থেকে ২০ জন কংগ্রেস কর্মী-সমর্থককে আটক করে লালবাজারে নিয়ে যাওয়া হয় ।