পেগাসাস কাণ্ডের শুনানি শুরু সুপ্রিম কোর্টে, জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য

পেগাসাস কাণ্ডের শুনানি শুরু সুপ্রিম কোর্টে, জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
court

court

বেশকিছু দিন ধরে খবরের শিরোনামে একটাই নাম পেগাসাস কাণ্ড। ইতিমধ্যেই বারংবার পেগাসাস কাণ্ড নিয়ে উত্তাল হয়েছে সংসদের বাদল অধিবেশন। তদন্তের দাবিতে জমা পড়েছে একাধিক পিটিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইজরায়েলি স্পাইওয়ারের সাহায্যে নেতা, মন্ত্রি, বিচারপতি, সাংবাদিকদের ফোনে আড়ি পাতা ঘটনা নিয়ে তদন্ত কমিশন গঠন করেছেন। তবে কি এই পেগাসাস কাণ্ড?

অভিযোগ, স্পাইওয়ারের মাধ্যমে ব্যক্তিগত স্বাধীনতায় আড়ি পাতছে কেন্দ্র। এটিকেই বলা হচ্ছে পেগাসাস কাণ্ড। এই আড়ি পাতা কাণ্ডে ৯ পিটিশনের ভিত্তিতে শীর্ষ আদালতে শুরু হয়েছে শুনানি। বৃহস্পতিবার থেকে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে পেগাসাস কাণ্ডের শুনানি। প্রধান বিচারপতি এনভি রমনা ও বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে উঠেছে এই পেগাসাস মামলার শুনানি।

মিডিয়ায় প্রকাশিত তথ্য সত্যি হলে টা গুরুতর বলেই মোট প্রকাশ করেছেন একাংশ। আড়ি পাতা কাণ্ডে তদন্ত চেয়ে সাংবাদিক এন রাম ও শশী কুমার, রাজ্যসভার সিপিএম সাংসদ জন ব্রিটাস এবং এই আইনজীবী এম এল শর্মা সুপ্রিম কোর্টে মামলা করেছেন। বাকস্বাধীনতার ওপর হস্তক্ষেপ এর পিটিশন জমা দিয়ে কপিল সিব্বল সওয়ালে বলেছেন, ” সরকারকে এক্ষেত্রে উত্তর দিতে হবে কত টাকা দিয়ে কিনেছিল সরকার। কোথায় রাখা হয়েছে হার্ডডিস্ক।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top