পেটে ঢুকে আছে তিনটে লোহার রড সেই অবস্থায় চিকিৎসার জন্য তিন হাসপাতালে ঘুরলো এক ব্যক্তি

পেটে ঢুকে আছে তিনটে লোহার রড সেই অবস্থায় চিকিৎসার জন্য তিন হাসপাতালে ঘুরলো এক ব্যক্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পেটে ঢুকে আছে তিনটে লোহার রড সেই অবস্থায় চিকিৎসার জন্য তিন হাসপাতালে ঘুরলো এক ব্যক্তি l  জীবনতলা থানার দক্ষিণ নারায়ণ তলার ঘটনা।

 

জীবনতলা থানার দক্ষিন নারায়ণতলায় রাজমিস্ত্রির কাজ করছিল উদয় সরদার। ছাদে কাজ করার সময় আচমকা বিদ্যুতের তারে শক খেয়ে ছাদ থেকে পড়ে গেলে তার শরীরে তিনটি রড ঢুকে যায়। লোহার রড তার পেটে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে থাকে। তাকে আশঙ্কাজনক ভাবে প্রথমে স্থানীয় ঘুটিয়াশরীফ হাসপাতালে নিয়েযায়। সেখানে এর চিকিৎসা হবে না জেনে তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে সাময়িক চিকিৎসার পর তাকে কলকাতার চিত্তরঞ্জন হসপিটালে পাঠানো হয়। এদিকে ওই বেক্তির অবস্থা আশঙ্কা জনক। এই অবস্থায় তাকে এই দুই হাসপাতালে চিকিৎসা না পাওয়ায় কার্যত ক্ষুব্ধ উদয়ের সঙ্গীরা। তবে ডাক্তার সূত্রে খবর উদয়ের পেট থেকে রড বার করার মতন পর্যাপ্ত পরিকাঠাম নেই এই সমস্থ হাসপাতালে। পেটে এফোঁড় ওফোঁড় হয়ে থাকা তিনটে রড নিয়ে কলকাতার চিত্তরঞ্জনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে উদয়কে। এদিকে কীভাবে ওই ছাদে বিদ্যুৎপৃষ্ট হল উদয় তা জানার চেষ্টা করছে জীবনতোলা থানার ঘুটিয়ারি ফাঁড়ির পুলিশ।

RECOMMENDED FOR YOU.....