নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা,২৭ জুন :- উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে এই সময়ে রাস্তায় নেমে আন্দোলন করা যাচ্ছে না।আমরা লোককে বোঝাচ্ছি ফেসবুক টুইটারে ।ভয়ঙ্কর ভয়াবহ আগামী দিন আসছে, খুব তাড়াতাড়ি ডিজেলের দাম একশো টাকা হয়ে যাবে।প্রতিদিনই দাম বাড়ছে।কিন্তু কেন্দ্র থেকে কোনো সমাধান হচ্ছে না।মানুষকে দিনের পর দিন সব কিছু সহ্য করতে হচ্ছে, এ সব কিছুর জবাব বাংলার মানুষ দেবে ২০২১ নির্বাচনে। তিনি আরো বলেন এই অর্থনৈতিক পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী দুহাত তুলে কল্পতরুর মতো টাকা দিয়ে সাহায্য করে যাচ্ছেন।ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীর এমন ক্ষমতা নেই।
আমপান দুর্নীতি নিয়ে তিনি বলেন কোথাও কোনো দুর্নীতি নেই ।যারা টাকা পায়নি তারা আবার আবেদন করবেন একটা লোক বাদ যাবে না।সবাইকে দেওয়া হবে টাকা।গতকাল সব বিডিওর সাথে মিটিং হয়েছে।নতুন করে তদন্ত হবে যদি বোঝা যায় মানুষের টাকা কেউ আত্মসাৎ করছে, মানুষের বিরুধ্যে দুর্ব্যবহার করছে তাদের বিরুধ্যে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।