৪৮০ টি মোবাইল ফোন উদ্ধার করল পেট্রাপোল থানার পুলিশ। বড়োসড়ো সাফল্য বনগাঁ জেলা পুলিশের । ফল বোঝাই ট্রাক থেকে ১৬১ কেজির রূপার গহনা ,৪৮০ টি মোবাইল ফোন উদ্ধার করল পেট্রাপোল থানার পুলিশ , গ্রেপ্তার ড্রাইভার ও খালাসী ।
উত্তর ২৪ পরগনা পেট্টাপোল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বাংলাদেশ গামী একটি বেদানা বোঝাই ফলের গাড়িকে আটক করে । ফল বোঝাই ক্যারেডের মধ্যে থেকে ১৬১ কেজি রুপার গহনা ও ৪৮০ টি ব্যবহৃত এবং নতুন মোবাইল ফোন উদ্ধার করে পেট্টাপোল থানার পুলিশ । যার আনুমানিক বাজার মূল্য প্রায় দু’কোটি টাকা । এবং গাড়ির ড্রাইভার ও খালাসী কে গ্রেফতার করে পুলিশ ।
ফল বোঝাই গাড়িটি রাজস্থান থেকে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে পেট্টাপোল এসেছিল । ধৃতদের নাম তারক রাম ও লাডা রাম । ফলের গাড়ি কে ব্যবহার করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই পন্থা ব্যবহার করেছিল চোরা পাচারকারীরা । বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বনগাঁ পুলিশ জেলার এস পি তরুণ হালদার জানান পেট্রাপোল থানা গোপন সূত্রে খবর পেয়ে এই বড়োসড়ো সাফল্য পেয়েছে ।
আর ও পড়ুন প্রতিবন্ধী পরিবারের উপর মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ
উল্লেখ্য, ৪৮০ টি মোবাইল ফোন উদ্ধার করল পেট্রাপোল থানার পুলিশ। বড়োসড়ো সাফল্য বনগাঁ জেলা পুলিশের । ফল বোঝাই ট্রাক থেকে ১৬১ কেজির রূপার গহনা ,৪৮০ টি মোবাইল ফোন উদ্ধার করল পেট্রাপোল থানার পুলিশ , গ্রেপ্তার ড্রাইভার ও খালাসী ।
উত্তর ২৪ পরগনা পেট্টাপোল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বাংলাদেশ গামী একটি বেদানা বোঝাই ফলের গাড়িকে আটক করে । ফল বোঝাই ক্যারেডের মধ্যে থেকে ১৬১ কেজি রুপার গহনা ও ৪৮০ টি ব্যবহৃত এবং নতুন মোবাইল ফোন উদ্ধার করে পেট্টাপোল থানার পুলিশ । যার আনুমানিক বাজার মূল্য প্রায় দু’কোটি টাকা । এবং গাড়ির ড্রাইভার ও খালাসী কে গ্রেফতার করে পুলিশ ।
ফল বোঝাই গাড়িটি রাজস্থান থেকে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে পেট্টাপোল এসেছিল । ধৃতদের নাম তারক রাম ও লাডা রাম । ফলের গাড়ি কে ব্যবহার করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই পন্থা ব্যবহার করেছিল চোরা পাচারকারীরা । বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বনগাঁ পুলিশ জেলার এস পি তরুণ হালদার জানান পেট্রাপোল থানা গোপন সূত্রে খবর পেয়ে এই বড়োসড়ো সাফল্য পেয়েছে ।