পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চুঁচুড়ায়

পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চুঁচুড়ায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
পেট্রোপণ্য

পেট্রোপণ্য এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চুঁচুড়ায়। হুগলি যেভাবে কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের দাম লাগাতার ভাবে বাড়িয়ে চলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে শনিবার সকালে চুঁচুড়ার এখন বাজারে গ্যাস গোডাউনের সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন হয়।

 

চুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এ দিনের এই প্রতিবাদ সভায় প্রচুর মানুষ যোগ দিয়ে ছিলেন ।পোস্টার ব্যানার নিয়ে তারা এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোচ্চার হোন । চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন কেন্দ্রীয় সরকার লাগাম ছাড়া ভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে চলেছে ।

 

প্রায় প্রতিদিনই বাড়ছে পেট্রোপণ্যের দাম। গ্যাসের দাম 1000 টাকায় গিয়ে পৌঁছেছে ।গৃহস্থের হেঁসেলে আগুন লেগেছে। পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে। অথচ কোনরকম হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনের আগে তারা প্রতিশ্রুতি দিয়েছিল পেট্রোপণ্যের লাগাম টানা হবে কিন্তু উল্টে তারা দাম বাড়িয়ে চলেছে আজকে মানুষ দিশেহারা।

 

আর ও পড়ুন    হলদিয়া বন্দরে এল ৬৫কোটি টাকার নতুন রেল মাউন্টেড কিউ ক্রেন

 

কিভাবে তারা সংসার চালাবে সেই চিন্তায় ঘুম উড়ে গেছে।গত দু’বছর ধরে যেভাবে করোনা মহামারী ছাড়া সমাজে ছড়িয়ে গিয়েছিল তার ফলে মানুষের হাতের অর্থ নেই। এই সময় বহু মানুষ কাজ হারিয়েছে বহু মানুষের মাহিনা অর্ধেক হয়ে গেছে ।

 

তার ওপর এইভাবে কেন্দ্রীয় সরকারের একের পর এক দমন নীতির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। অবিলম্বে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে চিন্তা ভাবনা করতে হবে। না হলে তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে এই আন্দোলন আরও ব্যাপক আকারে ছড়িয়ে দেবে। আজকের এই বিক্ষোভ সমাবেশে বহু সাধারণ মানুষও এসে যোগ দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top